বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

বিভিন্ন দেশে বন্দী বাংলাদেশি

বিভিন্ন দেশে বন্দী বাংলাদেশি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ পর্যন্ত ৪ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে আটক রয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি এসব নাগরিককে সেসব দেশের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। যদিও বাস্তবে ৪২টি দেশেই অন্তত আট হাজার বাংলাদেশি বন্দী রয়েছেন। এ হিসাবের বাইরে শুধু ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারেই বন্দী আছেন পাঁচ সহস্রাধিক বাংলাদেশি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর তথ্যানুযায়ী মালয়েশিয়ায় ২ হাজার ১৩১ জন, সৌদি আরবে ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫১ জন, কুয়েতে ৭৫ জন, বাহরাইনে ১৩ জন, ইরাকে ১২০ জন, দক্ষিণ কোরিয়ার ৫ জন, তুরস্কে ১৪ জন, লেবাননে ১০৪ জন, জাপানে ১৩ জন, মালদ্বীপে ৪০ জন, ওমানে ৫০১ জন, মিসরে ২০ জন, ইরানে ১৭ জন এবং বুলগেরিয়ায় ৬ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। তিনি বলেন, আটক এসব কর্মীকে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে মুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে। এ ছাড়া পাসপোর্ট জটিলতা-সংক্রান্ত কর্মীদের আউট পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত আনা হবে। কিন্তু বেসরকারি হিসাবে বিভিন্ন দেশের কারাগারে বাংলাদেশি বন্দীর সংখ্যা কয়েকগুণ বেশি বলে জানা গেছে। দুর্গম পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে আফ্রিকার দেশগুলোয় বন্দী হওয়া অনেকের তথ্যই পাওয়া যায় না। সেখানকার অনেক দেশে নিয়মতান্ত্রিক কারাগারের কাঠামোও নেই। সেখানে হয়তো কোনো ঘরের মধ্যে আটকে রাখা হয় গ্রেফতার হওয়া ভাগ্যান্বেষীদের।

 

সর্বশেষ খবর