রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

১২৫ কোটি টাকার নাম

১২৫ কোটি টাকার নাম

খ্যাতি কে না চায়। নাম কামানোর বহু উপায় রয়েছে। আর সেই নাম পৃথিবীর বুকে খোদাই করে রাখার কথা ভাববার আগে পকেটে থাকা চাই ১২৫ কোটি টাকা। কিন্তু এ টাকাও খুব বেশি নয় অনেকের জন্য। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ও নগদ অর্থ যাদের রয়েছে তাদেরই একজন দুবাইয়ের শেখ হামাদ বিন হামদান আল নাইয়ান। প্রায় ১২৫ কোটি টাকা ব্যয়ে এক দ্বীপজুড়ে খোদাই করেছেন নিজের নাম। এ খবর বিশ্বের প্রথম সারির সব মিডিয়াতেই এসেছে গুরুত্ব সহকারে। গুরুত্ব না দিয়ে উপায় নেই, কারণ তার নাম এতটাই সুবিশাল যে সেটি চাঁদ থেকেও স্পষ্ট দেখা যায়। তার উদ্দেশ্য সফল এ কারণেই। দ্বীপজুড়ে এই নামের দৈর্ঘ্য শুধু ২ মাইল পর্যন্ত। ৬৩ বছর বয়সী এই ধনকুবের নিজের নাম পৃথিবীর বাইরে থেকেও স্পষ্ট দেখতে চান এই অভিপ্রায় জানানোর পর বিশ্বের নামিদামি আর্কিটেক্ট ও ডিজাইনারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা বহু নকশা করার পর এই দ্বীপটি বেছে নেন এবং তাদের কাজ শেষ হওয়ার পর গুগল আর্থ ব্যবহার করে ও চাঁদ থেকেও নামটি স্পষ্ট দেখা যায়। তবে এ নিয়ে বিতর্ক দেখা দিলে তার নামটি অস্পষ্ট করে রাখা হয়।

 

সর্বশেষ খবর