রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

অবকাশ যাপনে ৪০০ কোটি

অবকাশ যাপনে ৪০০ কোটি

টাকা থাকলে যা খুশি তাই করা যায়। আর সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেননি সফটওয়্যার নির্মাতা চার্লস সিমোনি। মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সিমোনি অবকাশ যাপনের জন্য পৃথিবীর বাইরে থেকে ঘুরে আসাটাকেই শ্রেয় মনে করলেন। ছুটি কাটাতে মহাকাশ ভ্রমণে তার ব্যয় ধরা হয় ৪০০ কোটি টাকা। কিন্তু এ টাকা তার জন্য খুব বেশি কিছু ছিল না। অ্যাডভেঞ্জার ও উত্তেজনাপ্রিয় এই মানুষটি ছুটি কাটাতে মহাকাশ বেছে নিয়েছিলেন এ কারণেই। পৃথিবীর বাইরে দাঁড়িয়ে পৃথিবীকে একনজর দেখা ও তারার মেলা দেখার ইচ্ছা তার রয়েছে। আর সেটা পূরণ করতেই এই মহাকাশ যাত্রার প্রস্তুতি। ভ্রমণের জন্য মহাকাশ যে সহস্র কোটিপতিদের পছন্দের জায়গা হয়ে উঠছে, সেটাই প্রমাণ মিলল এখান থেকে। বিভিন্ন ভ্রমণ কোম্পানি সেই থেকে বিজ্ঞাপন করে মহাকাশ ভ্রমণের সুযোগ নিয়ে। ২০০১ সালে রাশিয়ান নভোচারীদের পর শুধু বেড়ানোর জন্য আন্তর্জাতিক স্পেস টার্মিনালে কেউ যায়নি। চার্লস সিমোনি সেই রেকর্ড ভেঙে দিতে চান। মাইক্রোসফটের ওয়ার্ড ও এক্সেলের দেখভাল করা এই সফটওয়্যার নির্মাতা মহাকাশ ভ্রমণের জন্য সাড়ে পাঁচশ কোটি টাকার চুক্তিতে যাওয়ার পর থেকে একজন দক্ষ নভোচারী হওয়ার জন্য অনুশীলন করেন এবং দ্বিতীয়বারের মতো মহাকাশ থেকে ঘুরে আসেন।

 

 

সর্বশেষ খবর