মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

ভ্যাটিক্যান সিটি

ভ্যাটিক্যান সিটি

ভ্যাটিক্যান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট সার্বভৌম রাষ্ট্র যা রোমান ক্যাথলিকদের পুণ্যভূমি। মাত্র ১১০ একর জমি আর আটশর মতো মানুষ নিয়ে গঠিত এই ছোট্ট দেশ। ১ কি.মি. লম্বা আর ৮৫০ মি. চওড়া দেশ যা নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের চেয়েও ছোট। ১৯২৯ সালে ভ্যাটিক্যানের সঙ্গে ইতালির সরকারের সঙ্গে বিরোধ হলে তারা ভ্যাটিক্যানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। বিশ্বের আলোচিত এই ছোট্ট দেশটিতে কোনো সামরিক বাহিনী নেই। ভ্যাটিক্যানের কোনো নিজস্ব আইন শৃঙ্খলারক্ষী বাহিনী নেই। অতীতে এ সিটিতে ছোট ছোট বাহিনী ছিল যা তৈরি করেছিল সেখানকার পোপ। ১৯৭০ সালে পোপ পল ৬-এর নেতৃত্বে নোবেল গার্ড ও পেলেটাইন গার্ড ছিল। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো স্পেশাল সুইস গার্ড। এই বাহিনী দেশটির সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে কাজ করত। কিন্তু এখন ভ্যাটিক্যান সিটির নিজস্ব কোনো পরাশক্তি নেই।

নিরাপত্তা ব্যবস্থা : ভালো যে ভ্যাটিক্যান সিটি অবস্থিত ইতালির রোমে। ইতালি পরিপূর্ণভাবে এই ছোট্ট দেশটির নিরাপত্তা দিয়ে থাকে। এক কথায় নিজের দেশের রাজধানীর মতো নিরাপত্তা দেয়। ইতালির এই দেশটির জন্য আলাদাভাবে ১,৮৬,৭৯৮ সদস্যের একটি বাহিনী তৈরি করেছে। যার মধ্যে ১,০৯,৮০০ জন (নারী-পুরুষ মিলিয়ে) সেনাবাহিনী, ৪৩৮৮২ নেভি ও ৩৩১১৬ এয়ার ফোর্স রয়েছে। ছোট্ট এই দেশটিতে ইতালির তৈরি এই বাহিনীই ভরসা।

 

সর্বশেষ খবর