মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

কোস্টারিকা

কোস্টারিকা

গণপ্রজাতন্ত্রী কোস্টারিকা, সমগ্র বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তেমনি একটি রাষ্ট্র যাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ফুটবল বিশ্বের একটি পরিচিত অনন্য নাম কোস্টারিকা। ১৮৪৭ সালে সার্বভৌমত্ব পাওয়া কোস্টারিকা ৫১ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে গঠিত। বিশাল এই রাজ্যের ৪.৫ মিলিয়ন জনসংখ্যার নিরাপত্তার জন্য নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। ১৯৪৮ সালের ডিসেম্বরের ১ তারিখ, হোসে ফিগারেস ফেরার তখনকার সময়ের কোস্টারিকার প্রেসিডেন্ট, দেশের সামরিক আইন বাতিল করার জন্য তখন পার্লামেন্টে একটি স্বাক্ষরিত আইন বাস্তবায়ন করেন। ১৯৪৮ সালে কোস্টারিকার গৃহযুদ্ধে অন্তত ২০০০ লোককে মারাত্দকভাবে হত্যা করা হয়। সে সময় রাষ্ট্রপতি নিজে এই আইনের প্রতিনিধিত্ব করেন এবং কোয়ার্টেল বেলাভিসতার দেয়াল ভেঙে ফেলেছিলেন। যা সেনাবাহিনীর হেডকোয়ার্টারে অবস্থিত ছিল। বর্তমানে কোস্টারিকায় নাগরিক নিরাপত্তার জন্য ফুয়েরজা নামক আইন প্রণয়ন করা হয়। দেশটির স্থল নিরাপত্তা, সীমান্ত চৌকি এমনকি বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে পুলিশই তাদের একমাত্র ভরসা।

নিরাপত্তা ব্যবস্থা : ১৯৪৭ সালের পারস্পরিক সহায়তা আন্তঃআমেরিকান চুক্তিকে ধন্যবাদ। কোনো দেশ যদি কোস্টারিকার ওপর আক্রমণের ঘোষণা দেয় তাহলে কোস্টারিকা আরও ২১টি দেশের ওপর নির্ভর করতে পারবে। যাদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চিলি ও কিউবার মতো সামরিক পরাশক্তি।

 

সর্বশেষ খবর