মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

অ্যান্ডোরা

অ্যান্ডোরা

দক্ষিণ-পশ্চিম ইউরোপের ছোট্ট দেশ অ্যান্ডোরা। স্পেনের একটি নগরীও বলা চলে। দেশটি পূর্ব পিরেনিস পর্বতমালায় ফ্রান্স ও স্পেনের মাঝে অবস্থিত। অ্যান্ডোরা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর মধ্যে একটি। ৮৪ হাজার নাগরিক জীবনের জাতীয় চাহিদা মেটাতে তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। আজব লাগলেও সত্য যে, অ্যান্ডোরার গঠিত সামরিক বাহিনী না থাকা সত্ত্বেও এই অ্যান্ডোরা ১৯১৪ সালে বাজিমাত করেছিল। ১৯১৪ সালের দিকে অ্যান্ডোরা হিটলারের জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। অ্যান্ডোরার দশ সদস্যের একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল কিন্তু এই বাহিনীকে সরকার গুরুত্ব দেয়নি। ১৯৩১ সালে প্রশিক্ষণ দিয়ে একটি অ্যান্ডোরান পুলিশ বাহিনী গড়ে তোলা হয়। গ্রুপটিতে ২৪০ সদস্য ছিল। দেশের শান্তি রক্ষায় ও জিম্মি উদ্ধার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেই পুলিশ বাহিনীকে। যার কাছেই একটি আগ্নেয়াস্ত্র ছিল তাকেই বাধ্যতামূলক পুলিশ বাহিনীতে যোগ দিতে হতো। দেশ ও দশের স্বার্থে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল।

নিরাপত্তা ব্যবস্থা : অ্যান্ডোরা একটি বা দুটি নয় তিন তিনটি অভিভাবক রয়েছে। অর্থাৎ অ্যান্ডোরার নিরাপত্তার জন্য তিনটি দেশের সৈন্য নিয়োজিত থাকে। ফ্রান্স ও স্পেন দুই দেশ মিলে ১৮১ বর্গমাইল এলাকায় নিরাপত্তা দিয়ে থাকে। অবস্থানগত দিক থেকে দ্বীপরাজ্য বলে ১৯৩৩ সালে দেশটির সরকার এই ব্যবস্থা নেয়। এছাড়া মার্কিন ন্যাটো বাহিনীও মাঝে মাঝে নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে।

 

সর্বশেষ খবর