মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

সামোয়া

সামোয়া

সামোয়া স্বাধীন রাষ্ট্র ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পাশেই এর অবস্থান। জাতিসংঘের স্বীকৃতি পায় ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর। পৃথিবীর বুকে মানচিত্র গড়লেও তাদের এখনো সামোয়াতে সেনাবাহিনীর ছোট্ট একটি টিমও নেই। এর পরিবর্তে দেশটি আশেপাশের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দেশের জন্য বাইরের সৈন্যবাহিনী ব্যবহার করে থাকে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ের জন্য। আজব হলেও সত্য, সামোয়াতে কোনো পুলিশ ফোর্স বা পুলিশ বাহিনীও নেই। কিন্তু অবশ্যই দেশটি তাদের বাইরের বাহিনী দিয়ে কাজ করালেও কোনো ধরনের সংঘর্ষ পছন্দ করে না। তাদের নিজস্ব কোনো বাহিনী না থাকলেও তারা তাদের বিশেষ বাহিনী দ্বারা নিজেদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা করে থাকে।

নিরাপত্তা ব্যবস্থা : সামোয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ভালো সম্পর্ক। এই চুক্তি তৈরি হয় ১৯৬২ সালে। যদি কোনো যুদ্ধ বা বাইরের দেশের আক্রমণের ঘটনা ঘটে তবে তারা নিউজিল্যান্ডের সাহায্য নিতে পারবে। এমনকি নিউজিল্যান্ডের সেনাবাহিনী তাদের বিভিন্ন ধরনের সহযোগিতাও করবে। তবে চুক্তিতে উল্লেখ আছে সামোয়ার সঙ্গে তারা যেকোনো সময় চুক্তি শেষ করতে পারবে।

 

সর্বশেষ খবর