বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাংলার কাঁকড়ার বিশ্বজয়

বাংলার কাঁকড়ার বিশ্বজয়

দেশের উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কাঁকড়াসমপদ হতে পারে শতভাগ বিদেশি অর্থ আয়ের বড় উৎস। এটি সাদা সোনাখ্যাত চিংড়ি মাছের মতো আরেকটি সম্ভাবনাময় সমপদ, যা নিজ থেকেই জন্ম নেয়। এর জন্য কোনো অর্থ ব্যায় বা বাড়তি শ্রম দিতে হয় না। এক কথায় বিনে পয়সার সমপদ। তা সত্ত্বেও যথাযথভাবে আহরণ ও সংরক্ষণ করে রপ্তানি উপযোগী করার সঠিক পরিকল্পনা, চাষিদের মধ্যে আধুনিক চাষপদ্ধতি সমপ্রসারণ এবং আর্থিক সহয়তাদানে সরকারি উদ্যোগ না থাকায় এ সম্পদ প্রভাব ফেলতে পারছে না জাতীয় অর্থনীতিতে।তবে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠেছে কাঁকড়া চাষ। সম্ভাবনাময় এই শিল্প নিয়েই আমাদের বিশেষ আয়োজন।

 

সর্বশেষ খবর