বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা
জুপিটার হ্যামোন

দিয়েছেন দুনিয়া কাঁপানো ভাষণ \\\'হ্যামন অ্যাড্রেস\\\'

দিয়েছেন দুনিয়া কাঁপানো ভাষণ \\\'হ্যামন অ্যাড্রেস\\\'

১৭১১ সালে অক্টোবর মাস ছিল সেটা। সে সময়ই নিউইয়র্ক ল লং আইল্যান্ডে এক দাস পিতা-মাতার সন্তান হিসেবে পৃথিবীতে আসেন জুপিটার। যদিও দাসপ্রথার বিরুদ্ধে কাজ করতেন জুপিটারের বাবা এবং বেশ কয়েকবার পালানোর চেষ্টা করেছিলেন, জুপিটার ছিলেন তার একেবারে উল্টো। নিজের কাজ আর মনিবদের প্রতি যথেষ্ট বিশ্বস্ত ছিলেন তিনি। মাঝে মাঝেই মনিবদের সঙ্গে ব্যবসায়িক কাজে বাইরে যেতেন তিনি। জুপিটারের মনিব তার প্রতি যথেষ্ট দয়ালু ছিলেন। ফলে দাস হওয়া সত্ত্বেও বিদ্যালয়ে পাঠান তারা জুপিটারকে। সেখানেই লেখক হিসেবে নিজের যাত্রা শুরু করেন জুপিটার।

দাস থাকা অবস্থাতেই বেশ কয়েকটি বই লিখে সবার নজর কাড়েন জুপিটার। ১৭৬০ সালে তার প্রথম বই- ইলেজি অন দ্য ডেথ অব হোয়াইটফিল্ড প্রকাশিত হয়। জুপিটার বিশ্বাস করতেন যে দাস ব্যবস্থা আমেরিকান সংস্কৃতির একটা বড় অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। ফলে একে দূর করা বা ধ্বংস করে দেওয়া মুখের কথা নয়। অনেকটা সময় আর প্রস্তুতি লাগবে এর জন্য। শুধু ভাবনাতেই নয়, জুপিটার নিজের এই কথাগুলোকে ছড়িয়ে দিয়েছিলেন বইয়ের পাতাতেও। নিজের লেখার মাধ্যমে কথাগুলোকে সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, নিজের সতীর্থদেরও এ ব্যাপারে ভাবিয়ে তোলার চেষ্টা করেন তিনি। ১৭৮৬ সালে ৭৬ বছর বয়সে নিজের এই কথাগুলোকে আবার অ্যাফ্রিকান সোসাইটির মিটিংয়ে পরিবেশন করেন জুপিটার। সেখানে দাসত্বের বিরুদ্ধে এবং মনিবের প্রতি আনুগত্য রাখার পক্ষে কথা বলেন তিনি। তার এই ভাষণকে এখনো হ্যামন অ্যাড্রেস বলে জানে সবাই।

 

সর্বশেষ খবর