বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ইগনাটিয়াস সানচো

সুরে মোহিত করেন বিশ্ববাসীকে

সুরে মোহিত করেন বিশ্ববাসীকে

ছেলেটির জন্ম হয়েছিল ১৭২৯ সালে আমেরিকায়। তবে সেটা জাহাজে থাকাকালীন সময়ে নাকি জাহাজ আমেরিকায় পৌঁছানোর পর সেটা সঠিক জানা যায়নি। পরবর্তীতে অবশ্য আরও অনেকের মতো এই ছেলেটিকেও ঢুকে পড়তে হয় দাসব্যবসার অন্যতম অংশ দাস হিসেবে। আর জন্ম থেকেই দাসব্যবসার শিকার এই ছেলেটির নাম হচ্ছে ইগনাটিয়াস সানচো। দুই বছর বয়সেই গ্রানাডায় দাস হয়ে যেতে হয় তাকে। পরে সেখান থেকে মনিবের সঙ্গে তিনি চলে যান ইংল্যান্ডে।

পরবর্তী জীবনে মুক্ত মানুষ হতে পারলেও সেটা কি করে তা জানা যায়নি। তবে মনে করা হয় মনিবের মৃত্যুর পরই মুক্ত হয়ে যান ইগনাটিয়াস। তবে মুক্ত হওয়ার পরপরই মন্টেগুর ডিউকের খানসামা হিসেবে যোগদান করেন তিনি। খানসামা হিসেবে নিযুক্ত থাকাকালীন সময়েই লেখা-পড়ার দিকে আকর্ষণ অনুভব করেন ইগনাটিয়াস। শেখেন লিখতে আর পড়তে। গান বাঁধতে আর সুর করতে শুরু করেন। মন্টেগু মারা যাওয়ার সময় কিছু টাকা রেখে যান ইগনাটিয়াসের জন্য। সেটা দিয়েই একটা মুদি দোকান খুলে বসেন ইগনাটিয়াস ওয়েস্টমিনস্টারে। স্ত্রীকে নিয়ে আর দশজনের মতোই সাধারণভাবে দোকান চালাতেন তিনি। তবে ধীরে ধীরে তার দোকান সাধারণ থেকে অসাধারণে রূপ লাভ করে যখন নানারকম রাজনৈতিক আর কর্মীদের আলোচনার স্থান হয়ে পড়ে সেটা। ইতিহাসে প্রথমবারের মতো একজন মুক্ত মানুষ ও আফ্রিকার বংশোদ্ভূত হিসেবে ইগনাটিয়াস নির্বাচনে অংশগ্রহণ করেন ১৭৭৪ ও ১৭৮০ সালে। তৎকালীন সময়ে অসাধারণ নিগ্রো হিসেবে পরিচিতি পান ইগনাটিয়াস। ১৭৮০ সালে মারা যান তিনি। পরবর্তীতে, ১৭৮২ সালে তার লেখা চিঠিগুলো প্রকাশিত হয়। যা কিনা পরবর্তী দাসপ্রথা নিরসনের অনেক বড় পাথেয় হিসেবে সবাইকে পথ দেখিয়েছিল।

 

সর্বশেষ খবর