শনিবার, ৪ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঘুমের ঘোরে নাক ডাকার কারণে

ঘুমের ঘোরে নাক ডাকার কারণে

অনেকেরই ঘুমের ঘোরে নাক ডাকার অভ্যাস রয়েছে। তাই বলে ঘুমের মধ্যে নাক ডাকার কারণে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে এটাকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। অন্তত চীনের এক দাম্পত্য জীবন ভেঙ্গে দুই টুকরো হওয়ার পেছনে নাক ডাকাই কারণ। স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে জোরে নাক ডাকার অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চান। তিনি কোর্টে তার অভিযোগ সমর্থন করে জানান, স্বামী রাতে এত জোরে নাক ডাকে, যার কারণে তিনি কোনো রাতেই স্বাস্থ্যসম্মত ঘুম হয় না। না ঘুমানোর কারণে তার স্বাস্থ্যহানি ঘটেছে, ওজন কমে গেছে এবং তিনি রীতিমত অসুস্থ হয়ে পড়েছেন। বিচারক অনেক বুঝিয়ে ডিভোর্স ঠেকাতে পারলেও স্ত্রীর স্বাস্থ্যহানির কারণে স্বামী বেচারাকে ৫ হাজার ইয়ান জরিমান করেন।

 

সর্বশেষ খবর