মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সিন ক্যানারির নম্বর ১৭

সিন ক্যানারির নম্বর ১৭

সিন ক্যানারি নামে একজন অভিনেতা জুয়াড়ি হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন। তবে এ খ্যাতির পেছনে তার পারিবারিক বলয়ের একটা বড় ভূমিকা ছিল। তিনি আসলে জুয়ার জন্য একেবারে উপযোগী একটি পরিবেশে বেড়ে উঠেছিলেন। ছোট বয়সেই ক্যানারি তার বাবার সঙ্গে জুয়ার আসরে যেতেন। ছোটবেলার সে অভ্যাসটি তিনি কখনই ছাড়তে পারেননি। যদিও পরিণত বয়সে একজন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি, এর পরও জুয়ার অভ্যাস ত্যাগ করতে পারেননি।

ঘটনা ১৯৬৩ সালের। ইতালির আল্পসের একটি ক্যাসিনোয় অবস্থান করছিলেন ক্যানারি। অনেকটা হঠাৎ করেই জুয়ার বোর্ডের দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি ১৭-এর ঘরে তার টাকা ফেললেন। কিন্তু মিস হলো। পরেরবার আবারও ১৭-এর ঘরেই টাকা ফেললেন তিনি। এবারও মিস। অনেক টাকা খোয়ালেন তিনি। কিন্তু খেলা থামল না। তৃতীয়বারও ১৭-এর ঘরেই টাকা রাখলেন ক্যানারি। এবার কপাল খুলে গেল। রুলেটের চাকা এসে থামল ১৭-এর ঘরে। মজার ব্যাপার হলো, জেতার পরও ১৭ ছাড়লেন না ক্যানারি। ওই ঘরেই তার সব টাকা রাখলেন। অদ্ভুত ব্যাপার হলো, পরপর তিনবার ১৭-এর ঘরে এসে থামে রুলেটের চাকা। মি. বন্ড নামে এক ব্যাক্তি প্রায় ১৭ মিলিয়ন লায়ার খুইয়ে বসলেন। সিন ক্যানারি ওই সময়ের সবচেয়ে বড় জুয়ার দান মেরে সেবারের মতো ক্যাসিনো ত্যাগ করেন। এর পর থেকে জুয়াড়িদের প্রিয় নম্বরের তালিকায় চলে আসে ১৭। বছরের পর বছর ধরে জুয়াড়িরা এ নম্বরটিকে লাকি ভেবে জুয়া খেলেই চলেছেন।

 

সর্বশেষ খবর