মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

৫০ ডলার থেকে ৪০ মিলিয়ন!

৫০ ডলার থেকে ৪০ মিলিয়ন!

জুয়াড়িদের স্বপ্ন বুঝি এমনই থাকে। জুয়া খেলে রাতারাতি ভাগ্য পাল্টে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব বেশি নেই। জুয়াড়িদের প্রিয় আস্তানা লাসভেগাসে আর্ক কারাস নামের এক জুয়াড়ি অসম্ভবকেই সম্ভব করে দেখালেন। মুছে দিলেন জুয়াড়িদের সব ব্যর্থতার ইতিহাস। প্রমাণ করলেন ভাগ্য কখনো কখনো জুয়াড়িদের পক্ষেও খেলে থাকে! জুয়ার ইতিহাসের সবচেয়ে বড় হিট করেন কারাস। ১৯৯২ সালে পকেটে মাত্র ৫০ ডলার নিয়ে লাস ভেগাসে পা রাখেন কারাস। মজার ব্যাপার হলো, লাসভেগাসে পা রাখার আগে কারাস লস অ্যাঞ্জেলেসে পোকার খেলে প্রায় ২ মিলিয়ন ডলার খুইয়ে এসেছিলেন। এরপর ৫০ ডলার নিয়ে লাসভেগাসে আবার জুয়া খেলা শুরু করেন। খেলা শুরুর পর সেবার আর হারেননি। তবে ৫০ ডলারে তো আর জুয়া খেলা যায় না তাই ১০ হাজার ডলার ঋণ নিয়েছিলেন তিনি। ঋণদাতা তারই এক বন্ধু। বন্ধুর কাছ থেকে নেওয়া ধারের টাকায় আবারও জুয়া খেলা শুরু হলো কারাসের। সবচেয়ে কম টাকা জুয়ায় খাটিয়ে বোর্ড জেতার রেকর্ড খুব বেশি নেই। কিন্তু কে জানত সে কাণ্ডটাই ঘটাবেন কারাস! ১০ হাজার ডলার ঋণ গ্রহণের মাত্র ৩ ঘণ্টা পর কারাস ৫০ ভাগ সুদসহ সেই টাকা তার বন্ধুকে ফেরত দিলেন। কারাসের এ জয়যাত্রা চলতেই থাকল। তিন মাসের বিজয়যাত্রায় কারাস প্রায় ৪০ মিলিয়ন ডলার আয় করে ফেললেন। মূলধন- ওই ৫০ ডলারই! তবে কারাসের এ বিজয়যাত্রা কিন্তু খুব বেশি দিন বজায় থাকেনি। তিন মাস পরই আবারও জুয়ায় হারতে শুরু করেন তিনি। তবে হারতে শুরু করলে কী হবে, তার আগেই যে তিনি জুয়ায় ভাগ্যবানদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন!

 

সর্বশেষ খবর