মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মন্টে কার্লোর ব্যাংক লুট!

মন্টে কার্লোর ব্যাংক লুট!

শিরোনাম দেখে চমকে ওঠার কারণ নেই। মন্টে কার্লোর ব্যাংক লুট মানে ব্যাংকে কোনো ডাকাতির ঘটনা নয় মোটেই। যেহেতু পুরো আয়োজনটি জুয়া নিয়ে, তাই এ ঘটনাটিও অবশ্যই একটি জুয়ার ঘটনা। ব্যাংক লুট বলতে বোঝানো হয়েছে আসলে ওই সময় যতগুলো জুয়ার টেবিল আছে এর সব কটি একসঙ্গে জিতে নেওয়া। মোট কথা, ওখানকার সব টাকা জিতে নেওয়ার ঘটনা ঘটেছিল।

ঘটনাটি ১৮৯১ সালের। চার্লস ডেভিল ওয়েলস নামের এক লোক এক সন্ধ্যার জুয়ায় মিলিয়ন ফ্রাঙ্কস [৫ লাখ মার্কিন ডলার] জিতে নিয়েছিলেন। ওয়েলস আসলে একজন বড় মাপের ধূর্ত এবং প্রতারক ছিলেন। তিনি ব্যবসার কথা বলে ৪০০ ফ্রাঙ্কসের একজন বিনিয়োগকারী নিয়েছিলেন। কিন্তু এ টাকা তিনি খাটান জুয়ার টেবিলে। রুলেটের চাকা যেন তার কথাই বলছিল। ১১ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ওয়েলস প্রায় মিলিয়ন ফ্রাঙ্কস জিতে নিয়েছিলেন। তার জুয়ার এ অবিশ্বাস্য সাফল্যের জন্য ওয়েলস রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। রুলেটের চাকায় ভাগ্য বদলে ফেলায় পারঙ্গম ওয়েলসের ভাগ্যও একদিন পাল্টে গেল। সাফল্যের অন্য পিঠেই যে ব্যর্থতার বসবাস, এ সত্যটা জুয়ার ক্ষেত্রে আরও বেশি খাটে। যে মন্টে কার্লো থেকে কাঁড়ি কাঁড়ি টাকা আয় করে খ্যাতির শীর্ষে পৌঁছান ওয়েলস, সেখানেই একে একে সব টাকা খোয়াতে শুরু করেন তিনি। মন্টে কার্লো থেকে টাকা খোয়ানোর পর ইংল্যান্ডে প্রতারণার দায়ে গ্রেফতার হন তিনি। আট বছরের জেলজীবন ছাড়াও জীবনে দুবার গ্রেফতার হয়েছিলেন ওয়েলস।

 

সর্বশেষ খবর