মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

টমাস অস্টিন

টমাস অস্টিন

নাম তার টমাস অস্টিন প্রিস্টন। ১৯৭৪ সালে পোকার খেলায় বিশ্বসেরার মুকুট জেতেন তিনি। ছোটবেলা থেকেই পোকারের প্রতি অন্য রকম দুর্বলতা ছিল তার। আর অস্টিনের জুয়া ছিল মূলত বাজি ধরার। পরবর্তীকালে বাজি ধরার নেশাই অস্টিনকে বিখ্যাত করে তুলেছিল। তবে অস্টিনের বাজির মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল ববি রিগসের সঙ্গে তার বাজির খেলা। এই ববি রিগস ছিলেন ১৯৩৯ সালের উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন। তবে টেনিস-পরবর্তী জীবনে রিগসও জুয়ার কারণেই বিখ্যাত হয়ে ওঠেন।

এর মধ্যেই অস্টিন ও রিগসের মধ্যে একটি পিংপং খেলার আয়োজন করা হয়। আর এ খেলার মূল উদ্দেশ্য ছিল বাজি। একজন উইম্বলডন চ্যাম্পিয়নের সঙ্গে পিংপং খেলায় বাজি ধরার ধৃষ্টতা দেখিয়েছিলেন টমাস অস্টিন। কিন্তু কে জানত তখনো আসল খেলা কত বাকি! বাজিতে রিগস রাজি হলেন। ওদিকে অস্টিন প্রস্তুতি নিতে শুরু করলেন। শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে অস্টিন ম্যাচ জিতে বিশাল অঙ্কের টাকাও হাতিয়ে নেন।

 

সর্বশেষ খবর