মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চাঁদ নিয়ে জুয়া

চাঁদ নিয়ে জুয়া

মানুষের চন্দ্রজয় নিয়ে দারুণ একটি জুয়ার ঘটনা ঘটেছিল ১৯৬৪ সালে। সে বছর ডেভিড থ্রেলফল একটি ব্রিটিশ কোম্পানির কর্তা উইলিয়াম হিলকে লিখলেন, আগামী সাত বছরের মধ্যে মানুষ চাঁদে হাঁটবে। আর এ মর্মে তিনি তাকে ১০০০:১ দরে বাজি ধরতে বললেন। এখনকার পরিস্থিতিতে বিজ্ঞান অনেক অসম্ভবকেই সম্ভবে পরিণত করেছে।

অবাস্তবকে করে তুলেছে বাস্তব। কিন্তু ওই সময় মাত্র দু-এক জনই আকাশ ভ্রমণ করেছেন।

সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ অভিযান নিয়ে চলছে ঠাণ্ডা লড়াই।

ওই সময় চন্দ্র বিজয় করা নিয়ে বাজি ধরাটাকে ভালোই ঝুঁকিপূর্ণ বলা চলে। কিন্তু কে জানত নতুন ইতিহাস তৈরি হবে! পাল্টে যাবে মানুষের মহাকাশ অভিযানের সব গালগল্প! ডেভিস থ্রেলফল তার পক্ষে ১০ ডলার বিনিয়োগ করেছিলেন।

আর ১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে বিজয়ী হয়ে গেলেন থ্রেলফল। জিতে নিলেন ১০ হাজার ডলার!

 

সর্বশেষ খবর