বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আইটি এক্সপার্ট থেকে ভয়ঙ্কর সাইকো

আইটি এক্সপার্ট থেকে ভয়ঙ্কর সাইকো

পার্থ

বোনের কঙ্কালের সঙ্গে বসবাস করা ভাই পার্থকে অনেকে তুলনা দিয়েছেন আলফ্রেড হিচককের 'সাইকো' সিনেমার নায়কের সঙ্গে। না, এটা বললেও কম বলা হবে। ভয়ঙ্কর 'সাইকো' পার্থর পরিচয় জানলে কিন্তু অবাক হতে হয়। বি টেক নিয়ে নামি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন তিনি। তারপর আইটি এক্সপার্ট হিসেবে কাজের সুযোগ মেলে আমেরিকায়। আমেরিকায় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার হয়ে কাজ করেন পার্থ। প্রায় ১০ বছর সে দেশে কাজ করার পর ২০০৭ সালে ফিরে আসেন তিনি। অন্যদিকে দিদি দেবযানী ছিলেন কলকাতার নামি স্কুলের গানের শিক্ষিকা। অসম্ভব ভালো পিয়ানো বাজাতেন তিনি। আর অরবিন্দবাবু বেঙ্গালুরুর আলফ্রেড হারবার্টের ডিরেক্টর ছিলেন। ১৯৮৭ সালে তিনি কর্মজীবন থেকে অবসর নেন। এর পরের বছর সপরিবারে কলকাতায় চলে আসেন। তারও এক বছর পরে শেঙ্পিয়র সরণির ৩ নম্বর রবিনসন লেনের ওই বাড়িতে থাকতে শুরু করেন তারা। কলকাতায় আসার পরেও টলি ক্লাবে নিয়মিত গলফ খেলতে যেতেন অরবিন্দবাবু। কিন্তু সব কিছু পাল্টে যায় ২০০৫ সালে স্ত্রী মারা যাওয়ার পর। ঘরের মধ্যে একে অন্যের সঙ্গে কথা বলতেন চিঠি দিয়ে। মায়ের মৃত্যুর দুই বছরের মধ্যেই পার্থ এবং দেবযানী দুজনেই একসঙ্গে চাকরি ছেড়ে দেন। তারপর থেকেই তাদের আর বাইরে বিশেষ দেখা যেত না। বহির্জগতের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু প্রায়ই পিৎজা, বার্গারের মতো প্রচুর খাবার বাড়ির বাইরে পড়ে থাকতে দেখতেন প্রতিবেশীরা।

বি টেক নিয়ে নামি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন পার্থ। তারপর আইটি এক্সপার্ট হিসেবে কাজের সুযোগ মেলে আমেরিকায়। ২০০৭ সালে ফিরে আসেন তিনি। অন্যদিকে দিদি দেবযানী ছিলেন কলকাতার নামি স্কুলের গানের শিক্ষিকা...

 

সর্বশেষ খবর