মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মজার তথ্যে ফেসবুক গুরু

নাম :

মার্ক এলিয়ট জুকারবার্গ

জন্ম :

১৪ মে ১৯৮৪ সাল।

জন্মস্থান :

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

জাতীয়তা :

আমেরিকান।

বাসস্থান :

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

পেশা :

ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী।

* ফেসবুকের প্রকৃত রং নীল। এর কারণটা বেশ মজার। কারণ হলো মার্ক জুকারবার্গ বর্ণান্ধ। তিনি যে রংটা সবচেয়ে ভালো দেখেন সেটা হলো নীল।

* মার্ক জুকারবার্গ বন্ধুদের কাছে জুক নামে পরিচিত এবং তার মা তাকে প্রিন্স লি ডাকেন।

* মার্ক জুকারবার্গের একটা কুকুর আছে, যার নাম বিস্ট এবং এ কুকুরের নামে একটা পেজ আছে।

* মার্ক জুকারবার্গকে নিয়ে 'দ্য সোশ্যাল নেটওয়ার্ক' নামে একটা মুভি হয়েছিল। মার্ক বলেছিলেন যে, এ মুভির সঙ্গে তার রিয়েল জীবনের একমাত্র যে জিনিসটা মেলে তা হলো মুভির নায়কের ড্রেস (টি-শার্ট )।

* মার্ক জুকারবার্গের সঙ্গে তার গার্লফ্রেন্ড প্রিসিলা চ্যানের প্রথম দেখা হয়েছিল হার্ভার্ড ইউনিভার্সিটির একটা টয়লেটের লাইনে, ২০০৩ সালে।

* বিয়ের সময় পাত্রী প্রিসিলার হাতের আংটির ডিজাইন করেছিলেন মার্ক জুকারবার্গ নিজে।

* মার্ক জুকারবার্গের বিয়েতে যেসব লোক এসেছিলেন তারা জানতেন না যে তারা বিয়েতে এসেছেন যতক্ষণ পর্যন্ত না বলা হয়েছে। সবাই ভেবেছিলেন প্রিসিলার গ্র্যাজুয়েশান পার্টি এটা।

* মার্ক জুকারবার্গ চাইনিজ ভাষা শিখেছিলেন ২০১০ সালে, যাতে তিনি তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কথা বলতে পারেন।

* গুগলের গুগল প্লাসে মার্ক জুকারবার্গের সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে, যা অন্য কারও নেই।

* মার্ক জুকারবার্গের টুইটার অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে ভরহশফ.

* ইয়াহু ফেসবুক কিনতে চেয়েছিল ১ বিলিয়ন ডলারে। মার্ক জুকারবার্গ সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

* মার্ক জুকারবার্গ গ্রিন ডে, টেইলর সুইফট, শাকিরার গান শুনতে পছন্দ করেন।

* কোনো ফেসবুক ইউজার মার্ক জুকারবার্গের ফেসবুক প্রোফাইল ব্লক করতে পারবেন না।

* মার্ক জুকারবার্গ পারতপক্ষে স্যুট কিংবা ফরমাল ড্রেস পরেন না।

সর্বশেষ খবর