বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা

উইংস অব ফায়ার

উইংস অব ফায়ার

এ পি জে আবদুল কালামের লেখা সবচেয়ে জনপ্রিয় বই 'উইংস অব ফায়ার' বা আগুনের ডানা। এই বইটি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে আলোড়ন তোলে। লাখ লাখ কপি বিক্রি হওয়া এই বইটিতে তার শৈশবের গল্প যেমন আছে তেমনি আছে তার ক্ষেপণাস্ত্র নিয়ে স্বপ্ন ও বাস্তব সাফল্যের সব ছোটবড় গল্প। বইটিতে জানা যায়, ছোটবেলায় তার খুব শখ ছিল এয়ার ফোর্স অফিসার হওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত উতরাতে পারেননি মৌখিক পরীক্ষার চৌকাঠ। এই ব্যথিত বালক তখনই দেখা পায় স্বামী শিবানন্দের। এই ব্যথিত বালকের প্রতি উচ্চারিত প্রতিটি বাক্য ওই সময়ে গড়ে দিয়েছিল সেই বালকটির সফলতার ভিত। 'তুমি যেই কারণে জন্মগ্রহণ করেছ সেই গন্তব্যস্থলকে গ্রহণ করো আর তা নিয়েই ভবিষ্যতের পথে যাত্রা করো। হতে পারে তুমি এ পথের পথিক নও, হয়তোবা তুমি এয়ার ফোর্স অফিসার হওয়ার জন্য জন্মাওনি। তোমার গন্তব্য হয়তোবা আরও মহান কোনো পথে, সেই পথ তুমি এখনো খুঁজে না পেতে পার কিন্তু তা অবশ্যই পূর্বলিখিত। নিজের অস্তিত্বের সন্ধান করো আর অস্তিত্বের কারণ খুঁজে বের করো।' ব্যর্থতার গ্লানি এক নিমেষেই মুছে গিয়েছিল। এই বইয়ে আরও এসেছে তার তৈরি অগি্ন, পৃথ্বী, আবাশ, ত্রিশুল ও নাগ ক্ষেপণাস্ত্রগুলোর নেপথ্য-কাহিনী। ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে এগুলো ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে।

 

সর্বশেষ খবর