শিরোনাম
বুধবার, ৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

কাতারে তিন তারকা বাংলাদেশি রেস্টুরেন্ট

কাতারে তিন তারকা বাংলাদেশি রেস্টুরেন্ট

কাতারের রাজধানী দোহা। এখানে বাংলাদেশিদের পদচারণা কম নয়। অনেকেই পেশাগত কারণে কাতারে বসবাস করেন। কাতারে ভালো মানের বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যা খুব বেশি নয়। বেশির ভাগ রেস্টুরেন্টই মাঝারি মানের। তবে বাংলাদেশি খাবারের চাহিদার কারণে সেখানে ভালো মানের বাংলাদেশি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগে এখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় খাবারের সমারোহ। দোহা শহরের প্রাণকেন্দ্রে আধুনিক সুবিধাসমৃদ্ধ তিন তারকা মানের ভূঁইয়া রেস্টুরেন্ট রয়েছে। অত্যাধুনিক সাজে সজ্জিত এই রেস্টুরেন্টটি।

বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু মিষ্টি ও খাবার প্রস্তুত হয়ে থাকে এখানে। কাতার প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় খাবারের আইটেম এখানে মিলবে। ঘরোয়া পরিবেশ অতিথিকে আকৃষ্ট করবে। এ ছাড়া কাতারে উল্লেখযোগ্য আরও কয়েকটি ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বাংলাদেশি মালিকানায় রেস্টুরেন্ট গড়ে উঠেছে। অনেকে ওয়েলফেয়ার রেস্টুরেন্টের কথা বলে থাকেন। বাংলাদেশি খাবারের স্বাদ পেতে সেখানেও ছুটে যান অনেকে। রয়েছে আল ইস্তেকমা ক্যাফেটেরিয়া। বাংলাদেশি স্টাফ ও রাঁধুনিদের হাতে কাতারের এ রকম বাংলাদেশি রেস্টুরেন্টগুলো প্রবাসীদের মন ভরায় দেশি খাবারে।

 

সর্বশেষ খবর