শিরোনাম
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নিউজ অব দ্য ওয়ার্ল্ডের পতন

নিউজ অব দ্য ওয়ার্ল্ডের পতন

১৬৮ বছরের পুরনো ট্যাবলয়েড। প্রতাপের সঙ্গে প্রকাশনা চালিয়েছে এটি। কিন্তু ‘থ্যাংক ইউ অ্যান্ড গুডবাই’ জানিয়ে পাঠকদের বিদায় জানাতে শেষ পর্যন্ত বাধ্য হয় এটি। রুপার্ট মারডকের মিডিয়া সাম্রাজ্যে সবচেয়ে আলোচিত পতন। ব্রিটিশ রাজ পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ অনেকের টেলিফোনে আড়িপাতার অভিযোগ মাথায় নিয়ে পত্রিকাটির শেষ সংখ্যাটি প্রকাশিত হয়। যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রীত পত্রিকাটির শেষ সংখ্যাটি সাজানো হয়েছিল বিভিন্ন সময়ে প্রকাশিত সংখ্যার প্রচ্ছদ দিয়ে। এর প্রচ্ছদে লেখা ছিল- ‘১৬৮ বছর পর আমরা দুঃখ ভারাক্রান্ত মনে ৭৫ লাখ পাঠকের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে এ বিদায় গর্বেরও।’ শিরোনাম ছিল ‘থ্যাংক ইউ অ্যান্ড গুডবাই’। সে সংখ্যায় এক পৃষ্ঠাজুড়ে লেখা সম্পাদকীয়তে ফোন হ্যাকিং কেলেঙ্কারির জন্য পাঠকদের কাছে ক্ষমা চেয়ে বলা হয়েছে, ‘বাস্তবতা হলো আমরা লড়াইয়ে হেরে গেছি।’ পত্রিকাটির সর্বশেষ সংখ্যাটি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ছাপা হয়। প্রথম সংস্করণের কপি বিক্রি ছিল জমজমাট। লন্ডনের কেন্দ্রস্থলে এক হকার জানায়, ‘প্রথম পাঁচ মিনিটে ৫০ কপি বিক্রি হয়েছে।’ মিডিয়া মুগল রুপার্ট মারডক এ পত্রিকাটি অপরাধ আর যৌনবিষয়ক খবর প্রচার করে ব্যাপক পাঠকপ্রিয়তা পান। হিসাব কষে দেখা যায়, ছয় কোটি মানুষের যুক্তরাজ্যে প্রতি রবিবার নিউজ অব দি ওয়ার্ল্ড-র প্রচার সংখ্যা ছিল ৭৪ লাখ।

সর্বশেষ খবর