শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

৬২ সেন্টিমিটার লম্বা বালিকা!

রকমারি ডেস্ক

৬২ সেন্টিমিটার লম্বা বালিকা!

পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই। রয়েছে বহু রহস্য। সব রহস্য সমাধান করা যায়নি। কিন্তু এই রহস্য, বিস্ময় আমাদের চমকে দেয়। তেমনি একজন জ্যোতি আমজি। পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক তিনি। বয়স ১৮ ছুঁয়েছে। তাকে দেখে বোঝার উপায় নেই বয়স ১৮। কারণ আর কিছুই নয় জ্যোতি আমজি মাত্র ৬২ সেমি লম্বা এ সময়ে বিশ্বের সবচেয়ে খুদে আকৃতির নারী। তার বর্তমান ওজন ১২ পাউন্ড অর্থাৎ ৫.৫ কেজি মাত্র, তার জন্মের পর ওজন নিতান্ত বৃদ্ধি পাইনি বললে চলে। ১৮তম জন্মদিনে তিনি বিশ্বের সব থেকে খুদে নারী খেতাব জিতেন। মাত্র ২ ফিট উচ্চতার এই কিশোরী ইন্ডিয়ান নাগপুরে থাকেন। সেখানে তিনি বেশ জনপ্রিয় একজন। জ্যোতি ৬১.৯৬ সেমি উচ্চতা ছুঁয়েছেন তার ১৮ বছর বয়সে, আর তাই গিনেস বিশ্ব রেকর্ড কর্মকর্তা ওই দিন জ্যোতিকে ঘোষণা করেন পৃথিবীর সব থেকে ক্ষুদ্র আকৃতির নারী। এই দিন পৃথিবীর সব থেকে খুদে কিশোরী অর্জন করল খুদে নারীর খেতাব। জ্যোতির এই রেকর্ড গড়ার আগে এর মালিক ছিলেন আমেরিকার ব্রিডগেট জর্ডান, যিনি কিনা জ্যোতির তুলনায় মাত্র ২.৭৬ ইঞ্চি লম্বা এই ২২ বছরের  আমেরিকান। ব্রিডগেট সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত ছিলেন কেননা এই দিন যে জ্যোতি জন্মদিন আর ওই দিনই তিনি ১৮ বছরের পূর্ণ নারীতে পরিণত হয়েছিলেন। এই দিন জ্যোতি তার সব থেকে সুন্দর শাড়িতে উপস্থিত হয়েছিলেন সবার সামনে। আর এই দিনকে আরও উজ্জ্বল করে তোলে তার এই রেকর্ডটি হাতিয়ে নেওযার মধ্য থেকে। যদিও জর্ডান আর জ্যোতির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, কেননা পার্থক্যটা মাত্র ২.৭৬ ইঞ্চি। অনেক সময় দেখা যায় চুলের কারণে এই উচ্চতার হেরফের হয়ে যেতে পারে। এ নিয়ে অবশ্য একটু ঝামেলা বেধে ছিল কিন্তু সব সংশয়ের অবসান ঘটিয়ে জ্যোতি বনে গেলেন বিশ্বের সব থেকে খুদে নারী।

সর্বশেষ খবর