শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সাক্ষাৎকার

মাঠের সক্রিয়দের বেশি গুরুত্ব দিতে হবে

খায়রুজ্জামান লিটন

কাজী শাহেদ, রাজশাহী

মাঠের সক্রিয়দের বেশি গুরুত্ব দিতে হবে

রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন এ সম্মেলনের দিকে দৃষ্টি গোটা দেশের। এই সম্মেলনকে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার অগ্রযাত্রায় আওয়ামী লীগের মাথায় নতুন পালক লাগবে। আওয়ামী লীগের জন্মের সঙ্গেই বাংলাদেশের জন্মের ইতিহাস। আজ বাংলাদেশ যে অবস্থানে গেছে, তা অর্জিত হয়েছে আওয়ামী লীগের জন্য। শত চক্রান্ত সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে বলেই বিশ্ব সম্প্রদায়ও বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। অন্য কোনো সরকার ক্ষমতায় থাকলে এটি সম্ভব হতো না। আর এ অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। ফলে আগামীর সম্মেলনও হবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীরা নয়, দেশের সব মানুষের দৃষ্টি এখন এই সম্মেলন ঘিরে। সম্মেলনের মাধ্যমে যে কমিটি গঠন করা হবে, তাতে রাজশাহীর সহচার্য থাকবে বলে আশা এই নেতার। আওয়ামী লীগের নতুন কমিটিতে তাদেরই স্থান হওয়া উচিত, যারা মাঠের রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। যারা মাঠে থেকে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে গেছেন। জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের পর রাজশাহীর কেউ কেন্দ্রে তেমন গুরুত্বপূর্ণ পদ পাননি। ফলে সম্মেলনে সেই প্রত্যাশা পূরণ হবে আমার বিশ্বাস। আওয়ামী লীগের রাজনীতিতে অবস্থান করে বঙ্গবন্ধুর আদর্শ লালন করলে কেউ দুর্নীতির মাধ্যমে সম্পদশালী হতে পারে না। যারা ক্ষমতার কাছাকাছি থেকে সম্পদ অর্জন করেছে তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশ ছাপিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছেন। দলীয় কর্মী হিসেবে এখন আমাদের প্রধান দায়িত্ব হবে তার হাতকে আরও শক্তিশালী করা।

সর্বশেষ খবর