Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২১ অক্টোবর, ২০১৬ ০০:১৩
সাক্ষাৎকার
আগামী নির্বাচন মাথায় রেখে কমিটি করতে হবে
বদরউদ্দিন কামরান
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
আগামী নির্বাচন মাথায় রেখে কমিটি করতে হবে

জনগণের প্রতি দলীয় অঙ্গীকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নতুন কমিটি উপহার দিতে হবে বলে মনে করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, কাউন্সিলের মাধ্যমে নবীন ও প্রবীণদের সমন্বয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা একটি গতিশীল কমিটি উপহার দেবেন। আমি আশাবাদী যে, দেশের গণতন্ত্র সুসংহত রাখা, জঙ্গিবাদ নির্মূল এবং প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণের সহযাত্রী হতে পারবেন— এমন নেতারাই কাউন্সিলে নির্বাচিত হবেন। আওয়ামী লীগের ইতিহাসে এবারই সম্ভবত সবচেয়ে জাঁকজমকপূর্ণ সম্মেলন করা হবে। সভানেত্রী শেখ হাসিনা এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে, নবীন ও প্রবীণদের সমন্বয়ে, নেতৃত্বের আনুগত্য, সততা, দক্ষতা সবকিছু বিবেচনায় রেখেই কমিটি দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে, দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। বিশেষ করে জঙ্গিবাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে তার যে কর্মপ্রচেষ্টা, তা বিশ্বজুড়ে নন্দিত হচ্ছে। এ ছাড়া আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের বিষয়টি মাথায় রেখে, দেশের গণতন্ত্রকে সংহত রাখা এবং দেশকে এগিয়ে নিতে সক্ষম, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে অগ্রবর্তী নেতৃত্বই চাইছে তৃণমূল আওয়ামী লীগ। আসন্ন সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আরও গতিশীল নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক এই সংগঠনটি— এমনই প্রত্যাশা সিলেট মহানগর আওয়ামী লীগের শীর্ষনেতা কামরানের।

এই পাতার আরো খবর
up-arrow