রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা যদি মাথায় হাত বোলাত...

রুহুল আমিন রাসেল

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা যদি মাথায় হাত বোলাত...

নৌকা আকৃতির ভ্যান নিয়ে সম্মেলনে হাজির নেত্রকোনার সিদ্দিক —বাংলাদেশ প্রতিদিন

ভ্যানগাড়ি দিয়ে নৌকা বানিয়ে তা পাঁচ দিন চালিয়ে নেত্রকোনার পূর্বধলা থেকে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে এসেছেন সিদ্দিক মিয়া। সঙ্গে এনেছেন তার দুই শিশুসন্তান। প্রতিনিধি বা পর্যবেক্ষক হতে পারেননি ৬০ বছর বয়সী এই আওয়ামী-অন্তঃপ্রাণ। তাই শাহবাগে জাদুঘরের সামনে বসে কথা বলছিলেন সম্মেলনে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে। সিদ্দিক মিয়া পেশায় এখন কৃষক। আগে চালাতেন রিকশা। যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন, তখন নেত্রকোনায় জনসভায় গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সিদ্দিক মিয়ার মাথায় হাত বুলিয়ে উপস্থিত জনতাকে বলেছিলেন, ‘সবাই শুনে রেখো, এই ছেলে বড় হলে ছাত্রলীগ করবে, যুবলীগ করবে এবং আওয়ামী লীগ করবে।’ সেই থেকে মুজিবপাগল এই সিদ্দিক মিয়া আওয়ামী লীগ করেন। গতকাল শাহবাগে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সিদ্দিক মিয়া নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘শৈশবে বঙ্গবন্ধু আমার মাথায় হাত বুলিয়েছেন। এখন জীবনসায়াহ্নে এসে মুজিবকন্যা শেখ হাসিনাও যদি একটু মাথায় হাত বোলাত, তাহলে আমার জীবন সার্থক মনে করতাম।’ দীর্ঘ আট বছর ধরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন উল্লেখ করে সিদ্দিক মিয়া বলেন, ‘২০১৪ সালের ১৬ ডিসেম্বরও নৌকা নিয়ে ঢাকায় এসেছিলাম। তখন আমার এলাকার এমপি ওয়ারেছ হোসেন বেলাল বলেছিলেন, তিনি সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। এখন এমপি সাহেব ফোন ধরেন না।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে কী বলবেন—এমন প্রশ্নে সিদ্দিক মিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর জন্য একটা অনুষ্ঠান করতে চাই আমার বাড়িতে। আমি না থাকলে আমার ছেলেরা প্রতি বছর অনুষ্ঠান করবে। সরকার জানি খরচ দেয়। আমার আর কোনো চাওয়া-পাওয়া নাই।’

সর্বশেষ খবর