রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যানবাহনহীন ঢাকায় দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

যানবাহনহীন রাজধানীতে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে বিভিন্ন সড়কে পরিবহন চলাচলে বিধি নিষেধ থাকায় রাস্তায় কম গাড়ি থাকায় দুর্ভোগের সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন সড়কে বাসের জন্য অপেক্ষমান অসংখ্য যাত্রী থাকলেও পাবলিক বাসের সংখ্যা অন্য দিনের তুলনায় ছিল কম। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পর নির্দিষ্ট গন্তব্যের জন্য বাসে চড়তে হয় যাত্রীদের।

সরেজমিন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বাসের জন্য প্রচুর যাত্রী অপেক্ষা করছে। হাতে গোনা গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলছে রাজপথে।

কারণ হিসেবে জানা গেছে, যানজট এড়ানোর জন্য আগে থেকেই নগরীতে গতকাল গণপরিবহন না চালানোর চাপ ছিল। অন্যদিকে আতঙ্কে ব্যক্তিগত গাড়ি বের করেননি অনেকে।

গণপরিবহন কম থাকায় অতি প্রয়োজনে যারা বের হয়েছেন, রিকশা ও সিএনজিতে করে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে গেছেন তারা। মিরপুর সড়কে যাত্রীদের চাপ ছিল বেশি। আজিমপুর, নীলক্ষেত বাসের জন্য প্রচুর যাত্রী অপেক্ষা করছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থী ও সঙ্গে থাকা অভিভাবকদের একটা অতিরিক্ত চাপ ছিল মিরপুর সড়কে।

সর্বশেষ খবর