রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
সম্মেলন টুকিটাকি

ভাসানীর প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন দলটির বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে নিজের বক্তব্যে এই কৃতজ্ঞতা জানান। দলটির প্রথম সাধারণ সম্পাদক মরহুম শামসুল হকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, জাতীয় চার  নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার  কে এম দাস  লেনের রোজ গার্ডেনে  হোসেন শহীদ  সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের  নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একটি অংশের নেতা-কর্মীরা প্রতিষ্ঠিত করেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।

দলের প্রথম সভাপতি হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক হন শামসুল হক। দলের প্রথম তিনজন যুগ্ম সম্পাদক ছিলেন—শেখ মুজিবুর রহমান,  খন্দকার মোশতাক আহমদ ও এ  কে রফিকুল  হোসেন। ১৯৫৫ সালের ২১-২৩ অক্টোবর সংগঠনের তৃতীয় কাউন্সিল সভায় দলের নাম  থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর