বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাগেরহাটে চেয়ারম্যানের বাপ-চাচা-ভাইও বলে ‘চাল দাও’

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১০ টাকার চাল পাচ্ছেন চেয়ারম্যানের পিতা, ভাই ও চাচা। জেলার ৯টি উপজেলার ৭৫টি ইউনিয়নের হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল নিয়ে চলছে এমনই চালবাজি। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের স্বজনপ্রীতি, দলীয়করণ, একই পরিবারের নামে-বেনামে একাধিক কার্ড, সরকারি চাকরিজীবী, ভিজিডি কার্ডপ্রাপ্ত, শাসকদলের নেতা-কর্মী ও বিত্তবানদের নামে তালিকা প্রণয়ন করে চলছে দরিদ্রদের চাল লুটপাট। ডিলার নিয়োগে দলীয়করণের পাশাপাশি ডিলারদের চাল উত্তোলনে ঘাটে ঘাটে খাদ্য বিভাগের কর্মকর্তাদের দিতে হচ্ছে নির্ধারিত ঘুষের টাকা। ফলে জেলার অধিকাংশ এলাকার ডিলাররা এই অজুহাতে ওজনে কম দিয়ে পার পেয়ে যাচ্ছেন। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের চেয়ারম্যান নকীব ফয়সল ওয়াহিদ হতদরিদ্রদের নামের তালিকায় তার পিতা সুলতান আলী নকীব, চাচা জালাল নকীব, ভাই নকীব শহিদুল ইসলামের নাম ঢুকিয়ে দিয়েছেন। ওই ইউনিয়নে বিত্তবান, শাসকদলের প্রভাবশালী, সরকারি চাকরি এবং ভিজিডি কার্ডধারীদের নাম রয়েছে চাল প্রাপ্তদের তালিকায়। বিলকুল গ্রামের  বাসিন্দা নকিব কবির হোসেন এবং তার স্ত্রী মমতাজ বেগম দুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হলেও তাদের ১০ টাকা কেজি দরে চাল প্রাপ্তদের তালিকায় নাম রেখে হতদরিদ্রদেরই বঞ্চিত করা হয়েছে। এ ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাবিবুর রহমান, যশোরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সরকার, পানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেন ভিস্ম, মসনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কৌশিক দাসের মা সরকারি চাকরিরত এবং স্ত্রী মিতা রানী দাস মসনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতদরিদ্রদের চাল পাচ্ছেন। এমন চিত্র জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিত্তবানদের দেওয়ার অভিযোগে হতদরিদ্র লোকজন মিছিল করায় ওই ওয়ার্ডের বরাদ্দকৃত সব কার্ড বাতিল করা হয়েছে। ওজনে কম দেওয়ার অভিযোগে  জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের ক্ষেত্রে অনিয়ম পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ওজনে কম দেওয়ার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে আসাদ বক্স নামে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর