শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যাদের পেছনে ফেলে ট্রাম্পের বাজিমাত

যাদের পেছনে ফেলে ট্রাম্পের বাজিমাত

টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার বরাবরই কোনো হাইপ্রোফাইল রাজনীতিক, ব্যবসায়ী হয়ে থাকেন। প্রতি বছর যখন টাইম ম্যাগাজিন সেরা ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে তখন থেকেই আলোচনা শুরু হয়। কিন্তু এবারের তালিকাটি নানা দিক থেকে বৈচিত্র্যময় ছিল। নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন ও হিলারি ক্লিনটন ছাড়াও চমক দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন ব্রেক্সিটের নায়ক নাইজেল ফারাজ। তবে চমক এখানেই শেষ নয়। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যেমন ছিলেন তেমন ছিলেন স্পোটর্স তারকা সায়মন বিলস ও দুনিয়া কাঁপানো গায়িকা বিয়ন্সে নোলস। এসব ছাড়াও বিশেষভাবে আলোচনায় ছিল প্রফেসর মার্ক অ্যাডওয়ার্ডস ও ড. মোনা। যুক্তরাষ্ট্রের ফ্লিন শহরের খাবার পানি সরবরাহে সিসার দূষণ নিয়ে সমালোচনা যখন তুঙ্গে তখন ফ্লিন শহরের পানি পরিশোধনের মাধ্যমে খাবার উপযুক্ত করার সহজ উপায় খুঁজে রীতিমতো আলোড়ন তোলেন এই দুই বিজ্ঞানী। বিজ্ঞানের জয়যাত্রা থেমে ছিল না। যে কারণে সিআরআইএসপিআর-এর বিজ্ঞানী দলও জায়গা করে নিয়েছিল টাইম-এর ‘পারসন অব দ্য ইয়ার’-এর জন্য। অবশ্য সবকিছুকে ছাপিয়ে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাজিমাত করে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন। টাইম যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিল সেখানে ট্রাম্পের পর আলোচনার দ্বিতীয় স্থানে ছিলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন তিনি। এরপর আলোচিত ছিলেন নরেন্দ্র মোদি। অনেকেই ধারণা করেছিলেন মোদিই এবার টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হবেন। তার পেছনে যুক্তি ছিল ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রায় মোদির ভূমিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারত অর্থনৈতিক উন্নয়নের পথে ইতািমধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা আর্থিক বাজারে প্রবেশ করেছে। ভারতকে রোল মডেল বলছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। এ ছাড়া ২০১৬ সালের শেষ দিকে এসে কালো টাকার বিরুদ্ধে তিনি নিয়েছেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পদক্ষেপ। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন এ অঞ্চল। নরেন্দ্র মোদি ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন হেভিওয়েট ব্যক্তিত্ব। টাইম বলছে, পুতিন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তো বটেই, ব্রিটেন ও ফ্রান্সকেও আবার মনে করিয়ে দিয়েছেন রাশিয়া বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর তোয়াক্কা করে না। দুই মাসের ব্যবধানে আইএসকে কোণঠাসা করে পুতিন রাশিয়ার সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন। পুতিনের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নাইজেল ফারাজ। ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে নিয়ে আসতে তার ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। ব্রেক্সিটের নায়ক নাইজেল ফারাজ ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পার্টির এই নেতার প্রচারণায় শেষ পর্যন্ত ব্রেক্সিট আন্দোলন সফল হয়। ব্রেক্সিটের সূত্র ধরে নাইজেল ফারাজ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থ বাজারেও ফ্যাক্টর হয়ে ওঠেন। এ ছাড়া সেনা অভ্যুত্থান ঠেকিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নতুন করে আলোচনায় আসেন। তাতেই থেমে থাকেননি, বিরোধী দলের নেতা ও বিদ্রোহীদের দমন করেন। সংবাদমাধ্যমে হস্তক্ষেপ নিয়ে সমালোচিত হলেও দলীয় কর্মী ও সাধারণ জনগণকে নিয়ে সেনা অভ্যুত্থান ঠেকিয়ে নিজেকে ভালোই জানান দিয়েছেন এরদোগান। এরপর এসেছে জিমন্যাস্ট সায়মন বিলসের নাম। রিও অলিম্পিকে প্রথমবাবের মতো খেলতে এসে চারটি সোনা জিতে বিশ্ববাসীকে বিস্মিত করেন মাত্র ১৯ বছরের এই তরুণী। তাকে অলিম্পিকের সবচেয়ে সফল কম বয়সী অভিষিক্ত জিমন্যাস্ট হিসেবেও দেখা হচ্ছে। বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন বিলস। আলোচনায় ছিলেন সংগীতশিল্পী বিয়ন্সে নোলস। সংগীতশিল্পী হিসেবে বিয়ন্সে ভক্তদের কাছে বিভিন্ন সময় আলোচিত ও সমালোচিত হলেও ২০১৬ সালটা ছিল শুধুই তার। অ্যালবাম ‘লেমোনেড’ দিয়েই শুধু মাত করেননি, বিশ্বব্যাপী কনসার্ট দিয়ে পুলিশি নির্যাতন, বর্ণবাদমূলক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গানে গানে কোটি কোটি ভক্তকে মুগ্ধ করেছেন। নারী অধিকার নিয়েও বিয়ন্সে ছিলেন উজ্জ্বল। এসেছে মার্ক জুকারবার্গের নামও। ফেসবুক শেয়ারের ৯৯ শতাংশ সামাজিক উন্নয়নে দান করে দেওয়ার ঘোষণা দিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিশ্বব্যাপী প্রশংসিত হন। ফেসবুকের মাধ্যমে তথ্যসেবা পৌঁছানো ও শিক্ষা এবং কাজ খুঁজে নিতে ফেসবুকের নিত্যনতুন পরিকল্পনা ছাড়াও আগামী দিনের প্রযুক্তি নিয়ে কাজ করছে ফেসবুক। এসব বিবেচনায় মার্ক জুকারবার্গ ছিলেন আলোচনায়। প্রফেসর মার্ক অ্যাডওয়ার্ডস ও ড. মোনা আলোচনায় আসেন দূষিত পানি  শোধনের উপায় বের করে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ফ্লিন শহরে খাবার পানি সরবরাহে সিসার দূষণ ঘটার পর  সেখানে জরুরি অবস্থা জারি করেন  প্রেসিডেন্ট বারাক ওবামা। ফ্লিন শহরের ১ লাখ মানুষ পানির সমস্যায় ভুগছে। তাদের জন্যই পানি রেশন করে প্রফেসর মার্ক অ্যাডওয়ার্ডস ও ড. মোনা আলোচনায় আসেন। এ ছাড়া সিআরআইএসপিআর-এর বিজ্ঞানী দলও ছিল টাইম-এর বিবেচনায়। ডিএনএ-তে প্রয়োজনীয় সংযোজন সম্ভব বলে ঘোষণা দিয়ে রীতিমতো বিশ্ব কাঁপিয়ে দেয় এই বিজ্ঞানী দল। তারা আগামীর পৃথিবীর সেরা সম্ভাবনা বলে টাইম প্রশংসা করে ও প্রচ্ছদের জন্য সেরার তালিকায় রাখে।

সর্বশেষ খবর