মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আলো চাই আলো

আবুবকর সিদ্দিক

চুরমার বিস্ফোরণ দিনভর বুকের ভিতর।

তুলকালাম ধুন্ধুমার পাঁজরমহলে। বুঝি

রাজধানী ভাঙে গড়ে। যা কিছু গঠনশিল্প

ধূলিসাত্ হয়ে যায় এক নিমিষে। যুগান্তর

ঘটে যায় কুহকের তামসিক রোষে। হতে পারে

যুগান্তর, হতে পারে উন্মাদের মন্তাজকাণ্ড।

 

সীমান্তের বারবেলায় মাথা ঠুকে মরি।

চৌকাঠে নষ্টশিল্প ছিটেফোঁটা— রক্ত কারুকাজ।

আর আমি কেঁচে যাওয়া নির্মাণের ভাঁজে ভাঁজে

হন্যে হয়ে খুঁজে ফিরি ক্লাসিক রসদ।

দিন যায় রাত যায় বাতিঘরে আলো চাই আলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর