মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাঙালি তার বাংলা ভাষার

রবিউল হুসাইন

ভাষার সমুদ্রে অক্ষরগুলো নৌকো হয়ে বয়ে যায়

মনের গহন কোণে আঁধারের ভেতর বোধানুভবে

আলোর মশাল জ্বেলে অন্তরের গুহায় অবলীলায়

আলোকিত সত্তায় উদ্বেলিত উদ্ভাসিত অপূর্ব বৈভবে

 

ভাষার নাম দিয়ে খুব কমই দেখি মন্দ্র-সমুদ্র

দেশের নামেও তেমন দেখা যায় না ভূ-মানচিত্রে

বাঙালি যেই বিবেচনায় কী সৌভাগ্যমণ্ডিত পূর্ণচন্দ্র

আছে তাদের জাতিত্ব নাগরিকত্ব ভাষা দেশ সমুদ্র বাংলাসূত্রে

 

স্বর আর ব্যঞ্জনবর্ণময় অক্ষরের নৌকোগুলো দোলে

কণ্ঠ তালু ঠোঁট জিহ্বার ছোঁয়ায় প্রকাশিত শব্দে দ্বন্দ্বে

অ আ ক খ চ ছ পক্ষ দলে দলে ভেসে যায় জলে স্থলে

দুঃখ কষ্ট আশা স্বপ্ন স্নেহ প্রীতি ও ভালোবাসার ছন্দে

 

প্রকৃতি ও মানুষের সাদৃশ্যে কী সেই সেতু অদৃশ্যে

সবুজ এ দেশ দিগ্বিজয়ে বাঙালি তার বাংলার ভাষার পরিচয়ে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর