বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিশ্ব ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রা

বিশ্ব ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা ছাড়া বৈশাখী উৎসবের কথা ভাবাই যায় না। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বৈশাখী উৎসবে এনে দেয় সার্বজনীন উৎসবের স্বাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পয়লা বৈশাখের সকালে এই শোভাযাত্রাটি বের হয়। বর্ণিল এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে প্রাণবন্ত করে তোলো শহুরে আবহাওয়া। উৎসবের আমেজ ছড়িয়ে দেয় সর্বত্র। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন অনুষঙ্গের উপস্থাপনায়। মঙ্গল শোভাযাত্রায় সব শ্রেণি-পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। শোভাযাত্রার জন্য বানানো হয় রংবেরঙের মুখোশ ও বিভিন্ন প্রাণির প্রতিলিপি। ১৯৮৯ সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখের উৎসবের একটি অন্যতম আকর্ষণ হয়ে আছে। প্রতি বছরই বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে উৎসাহিত হয়ে ঢাকার বাইরেও একই ধরনের শোভাযাত্রা বের হচ্ছে পয়লা বৈশাখে। চারুকলার মঙ্গল শোভাযাত্রা শুরু উৎসবের অনুষঙ্গই নয়, এর মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে মেলে ধরার পাশাপাশি সমাজে অবক্ষয় থেকে মুক্তি, পেছনের দিকে হাঁটা প্রতিরোধের আহ্বানও জানানো হয়। মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তরে মেলার কথা না বললেই নয়। আবহমান কাল থেকেই এসব মেলা বাঙালির প্রাণের উৎসবে যোগ করেছে অনন্য মাত্রা। বৈশাখী মেলার সঙ্গে যোগ হয়েছে বৈচিত্র্যের বউমেলা, ঘোড়ামেলা। দেশজুড়ে বৈশাখী মেলার আয়োজনে ছুটে যায় সর্বস্তুরের মানুষ।

আনন্দের কথা হচ্ছে, বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এ ছাড়া এই প্রথম কলকাতার রাস্তায় পয়লা বৈশাখে হবে মঙ্গল শোভাযাত্রা। কলকাতার যাদবপুর থেকে ঢাকুরিয়া পর্যন্ত এই শোভাযাত্রায় অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ।

সর্বশেষ খবর