বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হালখাতা

হালখাতা

ক্রেতা-বিক্রেতার রসায়ন আরও মধুর করতে উৎসবের অন্যরকম রূপ, মাধুর্যে এনে দেয় হালখাতা। বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে  দেওয়া হয়।

এ উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিষ্টিমুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন।

এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হালনাগাদ করা থেকে হালখাতার উদ্ভব।

শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই হালখাতার উৎসবের আমেজ পায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর