রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নজরুলের প্রেম-বিদ্রোহের কুমিল্লা অধ্যায়

মহিউদ্দিন মোল্লা

নজরুলের প্রেম-বিদ্রোহের কুমিল্লা অধ্যায়

কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার জামাতা। তিনি ১৯২১-১৯২৪ সাল পর্যন্ত কুমিল্লায় পাঁচবার  এসেছিলেন। কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে কাটান এক বছরের বেশি সময়। তার জীবনে যে দুজন নারী এসেছিলেন তারা দুজনই কুমিল্লার। কুমিল্লায় অবস্থানকালে কবি যেমন কবিতা, গান লিখেছেন, সংস্কৃতি চর্চা করেছেন, তেমনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহও  করেছেন। হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কুমিল্লার রাস্তায় ইংরেজবিরোধী গান গেয়েছেন। এ কারণে গ্রেফতার হয়েছেন। মুরাদনগরের দৌলতপুর, কুমিল্লা মহানগরের কান্দিরপাড়ের ইন্দ্রকুমার সেনের বাড়ি, ধর্মসাগর পাড়, রানীর দিঘিরপাড়, মহেশাঙ্গন, দারোগাবাড়ি, টাউন হল ময়দান, সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের বাড়ি, নবাববাড়িসহ কুমিল্লার আনাচে-কানাচে তার পদচারণার অসংখ্য স্মৃতি রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল। ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ছাত্রাবাস। কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘির দক্ষিণ পাড়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘নজরুল মেমোরিয়াল একাডেমি’ শিক্ষাপ্রতিষ্ঠান। কবির অন্যতম কাব্যগ্রন্থের নামে ধর্মসাগরের উত্তরপাড়ে প্রতিষ্ঠা করা হয়েছে ‘গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়’। কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে প্রতিষ্ঠা করা হয়েছে ‘নার্গিস-নজরুল বিদ্যানিকেতন’ নামে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এখানে সংগীত নৃত্য, নাটক প্রশিক্ষণ ও পাঠাগারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘নজরুল নিকেতন পাঠাগার’। কুমিল্লা হাউজিং এস্টেটে গড়ে তোলা হয়েছে নজরুলের নামে সংগীত বিদ্যালয়। কুমিল্লার বিবিরবাজারে প্রতিষ্ঠিত হয়েছে ‘জাতীয় কবি নজরুল শিশু নিকেতন’। দৌলতপুরে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য স্থাপন করা হয়েছে ‘নজরুল মঞ্চ’। দৌলতপুরের ‘খাঁ’ বাড়িতে ঢোকার পথে স্থাপন করা হয়েছে ‘নজরুল তোরণ’। মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনের নামকরণ করা হয়েছে ‘কবি নজরুল মিলনায়তন’। ১৯৭০ সালে কুমিল্লায় সাহিত্য চর্চার মানসে গঠিত হয় ‘নজরুল ললিতকলা পরিষদ’। যা পরবর্তীতে ‘নজরুল পরিষদ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭২ সালে ‘নজরুল স্মৃতি পরিষদ’ গঠিত হয়। ১৯৯২ সালে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে শিল্পী উত্তম গুহের তৈরি ‘চেতনায় নজরুল’ শীর্ষক একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলাকে ভাগ করে নতুন নতুন উপজেলা ‘কবি নজরুল’ করার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর