সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

► এক ঢাকাইয়া তার সাহেবের সঙ্গে রেস খেলা দেখতে গেছে। ঢাকাইয়া তাগড়া দেখে এক ঘোড়ার ওপর বাজি ধরল। রেস শুরু হলে দেখা গেল সে ঘোড়াটা ছুটছে সবার পেছনে। ‘কি মিয়া, কেমন ঘোড়ায় বাজি ধরলে, ওটা যে সবার পিছনে পড়ে গেল।’

‘সাব, ঘোড়া তো নয়, যেন বাঘের বাচ্চা। বেবাকগুলারে খেদাইয়া লইয়া যাইবার লাগছে।’

 

► মফিজ সাহেব বেজায় কৃপণ। একদিন তিনি গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ বিশাল একটা ট্রাকের সঙ্গে সংঘর্ষ বেধে গেল। গাড়িটা দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বাঁচলেন মফিজ। পুলিশ ঘটনাস্থলে এসে দেখল, মফিজ সাহেব গাড়ির পাশে বসে হাউমাউ করে কাঁদছেন, আর বলছেন, ‘আমার এতো দামি গাড়িটার কী হলো গো...’

পুলিশ : আপনি তো ভাই অদ্ভুত লোক! গাড়ি না হয় গেছে, কিন্তু আপনার হাতটা যে ভেঙেছে, সে খেয়াল আছে?

এতক্ষণে হাতের দিকে খেয়াল হলো মফিজ সাহেবের।

এবার আরও জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন, ‘আয় হায়! আমার এতো সাধের দামি রোলেক্স ঘড়িটা...’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর