সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
পাঠকের লেখা

ব্লু হোয়েল গেম প্রতিষ্ঠাকারীর একটি (ভুয়া) সাক্ষাৎকার

ব্লু হোয়েল গেম প্রতিষ্ঠাকারীর একটি (ভুয়া) সাক্ষাৎকার

ফিলিপ বুদেকিন, ব্লু হোয়েল গেমের প্রতিষ্ঠাতা

আপনার ব্লু হোয়েল গেমটি বানানোর উদ্দেশ্য কী?

  — ফেসবুক ব্যবহারকারীরা অনেকদিন ধরে ইস্যু সংকটে ভুগছে। তাদের কথা বলার একটা টপিক দেওয়া এই আর কী।

 

এখন তো অনেকেই গেমটি খেলতে চাইছে—

খেলতে চাইলেই হয় নাকি! তার জন্য ইংরেজি জানা লাগে। আমি নিজেই তো ভালো করে ইংরেজি পারি না।

 

তাহলে আপনি এই গেম খেলেন না?

নারে ভাই। আমি এত বোকা না। মাথায় ঘিলু আছে। তা ছাড়া আমার আরও কাজ আছে। এইসব ফালতু গেম নিয়ে পড়ে থাকার টাইম নাই।

 

আচ্ছা এই গেমটির কী কোনো উপকারী দিক আছে?

অবশ্যই আছে। এই যে অনেকে কতজনকে পছন্দ করে কিন্তু কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না। এই সুযোগে তারা ব্লু হোয়েল গেমের সতর্কতা মেসেজ পাঠিয়ে আলাপ জমিয়ে নিচ্ছে।

 

আপনি কি এ গেমে আর নতুন কোনো লেভেল যোগ করতে চান? আর চাইলে তা কী?

হুম চাই, লেভেলটি হবে প্রশ্নপত্র আউট করা ছাড়া পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া।

 

পরবর্তীতে আপনার লক্ষ্য কী?

লক্ষ্য হলো, ছেলেদের জন্য ডার্ক হোয়েল আর মেয়েদের জন্য পিংক হোয়েল গেম বানানো।

 

► রাজিব দেবনাথ

দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার, অর্থনীতি বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ খবর