Bangladesh Pratidin

দেশে দেশে শীত উৎসব

এখন আর শীতকে জবুথবু কাঁপুনি দিয়ে বিশেষায়িত করা নয়, রীতিমতো তা উৎসবের অন্যতম উপলক্ষ। পোশাক থেকে শুরু করে খাবার-দাবার, ঘোরাফেরা, ইভেন্ট, বিনোদন ইত্যাদি তো থাকেই। কোনো কোনো দেশে শীতে জমে ওঠা বরফ দিয়ে চলে নানা রকম কারুশিল্প প্রদর্শনী। শীতপ্রধান দেশে গড়ে তোলা বরফের মূর্তিগুলো থাকে ঠাঁই দাঁড়িয়ে। প্রতি বছর  হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে তা দেখতে। বিশ্বজুড়ে শীত উদযাপনের বিভিন্ন দিক…
up-arrow