বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব মাতবে বিশ্বকাপে

সাইফ ইমন

বিশ্ব মাতবে বিশ্বকাপে

এখন দেশের অলিগলি-আড্ডায়, আহারে-বিহারে-নিদ্রায় শুধুই ফুটবল নিয়ে আলোচনা। পতপত করে উড়ছে ব্রাজিল আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা। সব আলোচনা মিলছে মেসি-নেইমার-রোনাল্ডোতে। এরই নাম ফুটবল বিশ্বকাপ। আজ রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞ। ফুটবল বিশ্বকাপের নানা আয়োজন নিয়ে আজকের রকমারি—

 

 

 

মঞ্চ মাতাবেন যারা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই। জেনিফার লোপেজ আর পিটবুলের মঞ্চ মাতানো পারফরম্যান্স মনে দাগ কেটেছিল সবার।  ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও তেমনি হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচের ঘণ্টাখানেক আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে লুঝনিকি স্টেডিয়ামে। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামেই ১৫ জুলাই টুর্নামেন্টের ফাইনাল। বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ এর মধ্যেই সবার মুখে মুখে। এই থিম সং নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন উইল স্মিথ আর নিকি জ্যাম। এ ছাড়া অনুষ্ঠানে থাকবে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। রাশিয়ান সংস্কৃতির অনেক অজানা বিষয় ফুটিয়ে তোলা হবে অনুষ্ঠানে। মাঠভরা দর্শকদের সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টদেরও পারফরম্যান্স দেখানোর কথা রয়েছে। বিশ্বকাপের জন্য লড়বেন ৩২ দলের ৭৩৬ জন ফুটবলার। সব ম্যাচের আবেদন সমান না হলেও ৬৪ ম্যাচই ছড়াবে উত্তাপ ও রোমাঞ্চ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানকে বর্ণিল করে তুলতে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো, পপশিল্পী রবি উইলিয়ামস এবং রুশ গায়িকা আইদা গারিফুলিনা। এ নিয়ে রবি উইলিয়ামস খুবই উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমে রবি উইলিয়ামস বলেন, ‘আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত রাশিয়ায় পারফরম্যান্স করার সুযোগ পেয়ে। জীবনে অনেক পারফর্ম করেছি। কিন্তু ৮০ হাজার ফুটবল ভক্তের সামনে বিশ্বকাপ উদ্বোধন করাটা স্বপ্নেরও অতীত। আমরা ফুটবল এবং সংগীতপ্রেমীদের রাশিয়ায় আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।’

অনুষ্ঠান মাতাতে আরও থাকবেন রাশিয়ার গানের জগতের সেনসেশন তরুণ গায়িকা আইদা গারিফুলিনা। তিনিও এ নিয়ে খুবই আনন্দিত। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলেন, ‘আমি কখনো কল্পনা করিনি যে, এমন একটা অনুষ্ঠানের অংশ হব। তাও আমার নিজ দেশে, রাশিয়ায়। দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোনালদো বলেন, ‘উদ্বোধনী ম্যাচ সবসময়ই প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মুহূর্ত, যখন আপনি বুঝতে পারেন, যে মুহূর্তটির জন্য আপনি চার বছর অপেক্ষা করেছেন, তা অবশেষে এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কী হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে।’ ব্রাজিলিয়ান গ্রেট ফুটবলার রোনালদোও থাকবেন অনুষ্ঠানে। তিনি বলেন, ‘অবশ্যই এটা স্বাগতিকদের জন্য আবেগের। এতদিনের কঠোর পরিশ্রমের পর শেষ পর্যন্ত আপনার উঠানে পৃথিবীর ফুটবলপ্রেমীরা জড়ো হবে। আমি সেটা চার বছর আগে ব্রাজিলে অনুভব করেছি।  সেই আনন্দ রুশদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারব বলে আনন্দিত।’ লুঝনিকি স্টেডিয়ামে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।

বিশ্বকাপের খরচ

এবারের বিশ্বকাপ আয়োজনে রাশিয়ার খরচ হবে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৯৬ হাজার কোটি টাকা। তবে গতবার ব্রাজিল এর চেয়েও বেশি খরচ করেছিল। কিন্তু বিশ্বকাপের খরচ প্রায়ই বাজেট অতিক্রম করে।  এটাই স্বাভাবিক এত বড় আয়োজনের জন্য। এদিকে, স্পন্সরদের কাছ থেকে ও স্বত্ব বিক্রি করে খুব ব্যবসা হবে বলে মনে করছে না গণমাধ্যমগুলো।

নতুুন নিয়ম

ম্যাচে কোনো জাতিগত বৈষম্যমূলক আচরণ দেখলে তা বাতিল বা বন্ধ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে রেফারিকে। এই প্রথম ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিজ বা ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হবে। বিতর্ক এড়াতে এ ব্যবস্থা। এ সিদ্ধান্তকে সবাই সাধুবাদ জানিয়েছে।  এ ছাড়া, চতুর্থ বদলি খেলোয়াড় নামতে পারবেন অতিরিক্ত সময়ে।

 

বিশ্বকাপের ৩২ দল

আজ বসছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। রাশিয়ার মোট ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপে দেখা যাবে না গ্যারেথ বেল, অ্যালেক্স সানচেজ, অ্যারিয়েন রোবেনদের মতো তারকাদের।  বহু সফল দলও বাদ পড়েছে। ছিটকে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। মাঠ মাতাতে দেখা যাবে না নেদারল্যান্ডস, ওয়েলস ও চিলির মতো অনন্য ফুটবল প্রদর্শনীর দলগুলোকে। ফুটবলের সর্বোচ্চ আসরের মূল পর্বে অংশ নেবে মোট ৩২ দল। রাশিয়ার বিমান ধরতে ৬টি অঞ্চলে বিভক্ত হয়ে লড়াই করেছে ২০৯ দল। চলুন এবার চোখ বুলিয়ে নেওয়া যাক বাছাইপর্ব ও প্লে-অফ খেলে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞে লড়াইয়ের টিকিট পাওয়া দলগুলোর তালিকায়—

 

গ্রুপ ‘এ’ : রাশিয়া, উরুগুয়ে, মিসর, সৌদি আরব

গ্রুপ ‘বি’ : পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো

গ্রুপ ‘সি’ : ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া

গ্রুপ ‘ডি’ : আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া

গ্রুপ ‘ই’ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

গ্রুপ ‘এফ’ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা

গ্রুপ ‘এইচ’ : পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর