মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাবার কথায় রিয়ালে খেলতে রাজি হননি এমবাপ্পে!

বাবার কথায় রিয়ালে খেলতে রাজি হননি এমবাপ্পে!

মোনাকোর স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিশ্বে নামটি অনেক দামি। ফুটবল ক্লাবের কাছেও তার দামটা অনেক। এমবাপ্পের দাম শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে আপনার। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ ১৮ বছর বয়সী এমবাপ্পের দাম হাঁকিয়ে বসে ১৮০ মিলিয়ন ইউরো! অথচ তখন পর্যন্ত ফরাসি ক্লাব মোনাকোর হয়ে তিনি খেলেছেন মাত্র দুটি মৌসুম। প্রথম মৌসুমটা মোটেও ভালো যায়নি। ১১ ম্যাচে মাত্র এক গোল করেন এমবাপ্পে। তবে দ্বিতীয় মৌসুমে ২৯ ম্যাচে ২৬ গোল করেন এমবাপ্পে। তার চোখে পড়ার মতো গতি আর সহজাত ড্রিবলিং দক্ষতা দর্শক ভক্ত ও ফুটবল বোদ্ধাদের মন জয় করে নেয় সহজে। এমন একটি রত্নকে নিজের করে নেওয়ার খবরটি রিয়াল প্রকাশ করে বিশ্ব মিডিয়ায়। কিলিয়ান এমবাপ্পেকে কেনার জন্য মোনাকোর সঙ্গে সব রকম আলোচনা হয়। এমবাপ্পের সঙ্গেও প্রাথমিক কিছু আলাপ হয়। শুধু বাকি থাকে আনুষ্ঠানিক ঘোষণার। এমবাপ্পের সঙ্গে ছয় বছরের চুক্তিও করতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষমেশ সব আশার গুড়ে বালি ঢেলে দেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেন পিএসজিতে। তিনি জানান, ‘নিজের ইচ্ছাতেই পিএসজিকে বেছে নিয়েছি, রিয়ালে যাইনি কারণ পিএসজি আমার শহরের দল। সবসময় পিএসজির হয়ে খেলতে চেয়েছি। এখানে খেলতে পেরে আমি খুবই খুশি। সবকিছু যেভাবে এগোচ্ছে তাতেও আমি দারুণ সুখী।’

তবে এই ইচ্ছার পেছনেও রয়েছে অন্য কারণ। আর তা হলো এমবাপ্পের বাবা  পেশাদার ফুটবল কোচ উইলফ্রেড ব্যাপে। বাবা চাননি ছেলে রিয়ালের হাতছানিতে নিজের শহরের ক্লাবকে ভুলে যাক। ছেলেও বাবার সে চাওয়া রক্ষা করেছেন। ২০১০ সালে ফরাসি অখ্যাত ক্লাব বন্ডিতে অভিষেক হয় এমবাপ্পের। ২০১১-এর জনপ্রিয় একাডেমি ক্লিয়ারফন্তেনে ভর্তি হন কিলিয়ান। নিকোলা আনেলকা, থিয়েরি অঁরি, মাতুইদি, উইলিয়াম গলার মতো একঝাঁক ফরাসি ফুটবলারের সান্নিধ্যে এসে কিলিয়ান আরও পরিণত হন। এরপর ২০১৩ সালে মোনাকোতে যোগ দেন তিনি। দারুণ পারফরম্যান্সের কারণে রিয়ালের নজর পড়ে তার ওপর। মোনাকোতে থাকতে এমবাপ্পেকে ঘিরে বেশ কয়েকবার শোনা গেছে স্প্যানিশ জায়ান্টদের নাম। কিন্তু শেষপর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইনকেই (পিএসজি) বেছে নিয়েছেন তিনি।

সর্বশেষ খবর