রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা
মেসি-নেইমার-রোনালদো-সুয়ারেজের বিদায়

তারকাবিহীন বিশ্বকাপ

তানভীর আহমেদ

তারকাবিহীন বিশ্বকাপ

ফার্নান্দিনহোর এই আত্মঘাতী গোলের মাশুল দিতে হয়েছে ব্রাজিলকে। বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায় তারা।

শুরুটা হয়েছিল ওজিল, ন্যুয়ার, টনি  ক্রোজের জার্মানিকে দিয়ে। তারপর আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের রোনালদো, উরুগুয়ের সুয়ারেজ। সর্বশেষ নেইমার-কটিনহোর ব্রাজিল। একে একে বিদায় নিয়েছেন বিশ্বকাপের বড় তারকারা। তারকাবিহীন এই বিশ্বকাপের তিন হেভিওয়েট সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিদায় ঘণ্টা বেজেছে রাশিয়ার কাজানে। তারকাদের কপাল পোড়ার গল্প আর ভক্তদের চোখের পানি কাজানকে ভুলতে দেবে না। রাশিয়ার ‘খেলাধুলার রাজধানী’ হিসেবে পরিচিত কাজানকে অভিশপ্ত বলেই দুষছেন অনেকে...

 

তারকারা বিশ্বকাপের বড় আকর্ষণ। কিন্তু নকআউট পর্বেই কাটা পড়েছে হেভিওয়েট দলগুলো। দলকে বাঁচাতে পারেননি মেসি-নেইমার-রোনালদো-সুয়ারেজের মতো তারকারা। তারকাবিহীন বিশ্বকাপ বলা যেতেই পারে। রোনালদোর পর্তুগাল হেরেছে উরুগুয়ের সঙ্গে। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করা পর্তুগালের রোনালদোও ফিরেছেন ঘরে। কাভানি-সুয়ারেজের উরুগুয়েও কিন্তু বেশিদূর যেতে পারেনি। ফ্রান্সের সঙ্গে হেরে তাদের বিদায় নিতে হয়েছে। ২-০ গোল ব্যবধানে এই পরাজয়ে সুয়ারেজ-কাভানিকে আর দেখা যাবে না এই বিশ্বকাপে। অন্যদিকে মেসি-নেইমার-ন্যুয়ারের কপাল পুড়েছে কাজানে। গ্রুপ পর্বে কাজান অভিশাপের গল্প শুরু। তারকায় ঠাসা দল নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল এখানে। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের সমীকরণ ছিল সোজাসাপটা। হারলেই বিদায়। প্রথমার্ধ ০-০ গোলে থমকে থাকে দুই দলই। জার্মান ভক্তরা অপেক্ষা করছিল গোল বন্যার। সেই বন্যা এলো দক্ষিণ কোরিয়ার কাছ থেকে! ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ের খেলা চলছিল। ৯২ ও ৯৬ মিনিটে দুই গোল জমা পড়ে জার্মানির গোলপোস্টে। ৪০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। কাজানে জার্মানির করুণ বিদায়ের পর  সেখানেই দ্বিতীয় পর্বের খেলা ছিল ফ্রান্স বনাম আর্জেন্টিনার। নকআউট পর্বে শক্তিশালী ফ্রান্সকে হারাতে লিওনেল মেসির আর্জেন্টিনার ওপর বাজি ধরেছিলেন ভক্তরা। সেই বাজি হেরেছে তারা। ফ্রান্সের প্যাকেজ ফুটবল ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবলকে টপকে গেল। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের ১১ মিনিটেই গোলের দেখা পায় ফ্রান্স। তবে সেই গোল শোধ করে ভালোই জবাব দিতে শুরু করেছিল আর্জেন্টিনা। ২-১ গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার কপাল পুড়ে ৫৭-৬৮ এই ১১ মিনিটেই। আর্জেন্টিনার ডিফেন্সকে গুঁড়িয়ে তিন গোল দেয় ফ্রান্স। ৪-৩ গোলের ফলাফল, আর্জেন্টিনার বিদায়। কাজানেই লিওনেল মেসির আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বেজে যায়। ওজিল, ন্যুয়ার, টনি ক্রোজের জার্মানির পর মেসি, মাচেরানোর আর্জেন্টিনার বিদায় সাক্ষী কাজান এত দিনে হেভিওয়েটদের কপাল পোড়ার জায়গা হিসেবে স্বীকৃত। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-বেলজিয়ামের খেলায় তাই চোখ ছিল কাজান অভিশাপের দিকেও। নেইমার-কটিনহো-মার্সেলোর ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নও ধূলিসাৎ হলো এই কাজানে। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে ব্রাজিলকে বিপদে ফেলেন ফার্নান্দিনহো। এই বিপদ কাটানোর আগেই কাউন্টার অ্যাটাকে লুকাকু আর ডি-ব্রুনের জুটি দ্বিতীয় গোল দিয়ে বসে ব্রাজিলকে। বিপদ থেকে মহাবিপদে পড়া ব্রাজিল খেলার শেষ ৩০ মিনিট গলা চিপে ধরে বেলজিয়ামের। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলজিয়ামের গোলকিপার কোর্টেইস চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ান গোলপোস্টের সামনে। দুর্দান্ত অ্যাটাকে থাকা ব্রাজিল ১ গোল শোধ করতেও পারলেও তাদের পরাজয় ঠেকাতে পারেনি। ব্রাজিলও মৃত্যুকূপ কাজানেই পড়ল অবশেষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর