রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা
ব্রেন টিউমারে আক্রান্ত শিশু ভক্তকে

কেইনের ভালোবাসার বার্তা

কেইনের ভালোবাসার বার্তা

কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের আগেই বিশ্বকাপে উত্তাপ ছড়িয়েছে ইংল্যান্ড ফুটবল দল। বিশেষ করে টিমের অধিনায়ক হ্যারি কেইনের পায়ের জাদুতে মোহিত ফুটবল ভক্তরা। এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়েও এখন পর্যন্ত এগিয়ে রেখেছেন নিজেকে। তিনি শুধু মন দিয়ে খেলাটায় করছেন না, ভক্তদের ভালোবাসায় সাড়াও দিয়ে চলেছেন যত্ন সহকারে। কোয়ার্টার ফাইনালে খেলার আগে একটি ভিডিও তার নজর কেড়েছে। একজন ডাক্তারের করা ভিডিওতে দেখা যাচ্ছে চিকিৎসারত এক শিশুকে। শিশুটি কেইনের দেশের। ব্রেন টিউমারে ভোগা  শিশুটির নাম বেন উইলিয়াম। তার উদ্দেশ্যে ভালোবাসার বার্তা পাঠিয়েছেন কেইন। আর এতেই সুইডেনের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইন। ভিডিওতে পাঁচ বছরের শিশু বেন উইলিয়াম সবে মাত্র শেষ করেছে ছয় সপ্তাহের কঠিন রেডিওথেরাপি। চিকিৎসা শুরুর আগে হাঁটাচলা কিংবা কথাও বলতে পারত না বেন। কিন্তু রেডিওথেরাপি শেষে নিজের পায়ে হাঁটতে শুরু করেছে সে। ডাক্তারের কাছ থেকে পাওয়া রেপ্লিকা বিশ্বকাপ নিয়ে খুবই খুশি বেন। এরই সঙ্গে নিজের ফুটবল প্রেমের কথা জানান দিয়েছে সে। প্রথম পর্যায়ের রেডিওথেরাপি শেষে নার্সদের সঙ্গে রেডিওলজি রুমে যাওয়ার পথে তাকে একটি পতাকা ও বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি দেওয়া হয়। পরম ভালোবাসায় সেগুলো আগলে ধরে বেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইনের নজরে আসে। তিনি তত্ক্ষণাৎ যোগাযোগ করেন বেনের সঙ্গে। এ ছাড়া টুইটারে বেনের উদ্দেশে তিনি লিখেন, ‘হ্যালো বেন, আমি তোমার ভিডিওটি দেখেছি। তুমি সত্যিকারের একজন অনুপ্রেরণা। এভাবেই লড়ে যাও। তোমাকে খুশি করতে আমরা শনিবার আমাদের সবটুকু দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।’ তিনি স্বীকার করেন, সুইডেনের বিপক্ষে তাদের অসংখ্য ভক্তের উৎসাহ কাজ করলেও বেনের ভালোবাসা অতিরিক্ত উৎসাহ দিচ্ছে।

সর্বশেষ খবর