রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

গোলকিপার কাহিনী

গোলকিপার কাহিনী

কোয়ার্টার ফাইনালের পর্ব শেষে সেমিফাইনালের অপেক্ষা। স্ট্রাইকার বা অ্যাটাকিং ফরোয়ার্ডদের নিয়ে যত আলোচনা হয় তত আলোচনা হয় না গোলকিপারদের নিয়ে। টাইব্রেকারে গড়ালেই তাদের নজরে পড়ে। কিন্তু এই বিশ্বকাপে খেলাজুড়েই নজর কাড়ছেন গোলকিপাররা। বিশ্বকাপের এ পর্যন্ত খেলায় সবচেয়ে বাজে গোলকিপিংয়ের উদাহরণ ছিল আর্জেন্টিনার ক্যাবালেরো। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনার এক নম্বর গোলকিপার সার্জিও রোমেরো ইনজুরিতে পড়েন। এক নম্বর গোলকিপারকে হারিয়ে দুই নম্বর গোলকিপার উইলি ক্যাবালেরোর হাতে পড়ে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া খেলায় তার ভুলেই গোল খায় আর্জেন্টিনা। ডিফেন্সের পাঠানো বল ক্রোয়েশিয়ার রোবিচের পায়ে তুলে দেন। রোবিচ লোভনীয় এই অফার গোল করেই গ্রহণ করেন। কার্যত গোলকিপারের এই অমার্জনীয় ভুল হাস্যরস তৈরি করে। খেলার বাকি সময়টাতেও যার ছাপ পড়ে আর্জেন্টিনার ছন্নছাড়া খেলায়। অতিরিক্ত সময়ে রাকিতিচের আক্রমণে আবার আর্জেন্টাইন গোলরক্ষকের ভুলের মাশুল দিতে হলো গোলে। ক্যাবালেরো ফ্লপ খেললেও হিট ছিলেন বেশ কয়েকজন গোলকিপার। দক্ষিণ কোরিয়ার হিনউয়ু, মেক্সিকোর ওচোয়া ও বেলজিয়ামের গোলকিপার কোর্টেইসের কথা আলাদা করেই বলতে হয়। গোলকিপার কোর্টেইসের অসাধারণ নৈপুণ্যেই ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় বেলজিয়াম। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার গোলপোস্ট সামাল দিয়েছেন যেন চীনের মহাপ্রাচীর হয়ে। ৩৭ মিনিটে কটিনহোর নিশ্চিত গোল শট আটকে দেন তিনি। মার্সেলোর দূরপাল্লার শট রুখে দিয়ে আফসোস বাড়ান কোর্টেইস। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তার শেষ সেভটি। ম্যাচের শেষের দিকে, অতিরিক্ত সময়ে নেইমারের বাঁকানো শট এক আঙ্গুলের ছোঁয়ায় গোলবারের ওপরে তুলে দেন। বেলজিয়ামের জয়ের স্বাদ মেশানো কোর্টেইসের এই নৈপুণ্য ব্রাজিলের বিদায় ঘণ্টা বেজে যায় বিশ্বকাপ থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর