রবিবার, ৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কোন শিবিরে কার হাতছানি

কোন শিবিরে কার হাতছানি

বিশ্বকাপের মৌসুমে নিজ দেশের জার্সি চাপিয়ে মাঠে লড়ছেন ফুটবল জায়ান্টরা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন মেয়াদের ভিত্তিতে তারা যোগ দেন একেক ক্লাবে। ক্লাবগুলোও তাদের ব্যক্তিগত শক্তি বাড়াতে চড়া মূল্যে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের কিনে নেন। কিন্তু এবারের বিশ্বকাপ চলার সময়েই তারকা খেলোয়াড়দের নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এসব শিবিরের মধ্যে, থাকছে লোভনীয় হাতছানি। চলমান রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে আলোচনায় উঠে এসেছেন এমবাপ্পে। দুর্দান্ত গতির সঙ্গে তার নির্ভুল লক্ষ্যভেদ। ১৯ বছর বয়সী ফরাসি এই তারকাকে মেসি-রোনালদোদের যোগ্য উত্তরসূরি মনে করছেন অনেকেই। মাদ্রিদের আক্রমণভাগের ভার উঠতে যাচ্ছে ফরাসি এই তারকার কাঁধে! যদিও গত মৌসুমে রিয়ালকে নাকোচ করে দেন এমবাপ্পে। তবে এবার রিয়ালে আসতে পারেন বলে ফরাসি সাংবাদিক ব্যাপ্টিস্টে রিপার্ট জানান, তিনি টুইটে বলেন, ২৭২ মিলিয়ন ইউরোতে পিএসজি থেকে এমবাপ্পেকে আনতে রাজি রিয়াল। এদিকে, ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের বিষয়ে চেলসির সঙ্গে চুক্তি মোটামুটি পাকাপাকিই করে ফেলেছে জুভেন্টাস। ইংলিশ লিগে যেতে হিগুয়েনের চুক্তিটা ৬০ মিলিয়ন ইউরোর। শেষ চার বছর ধরে বার বার ওঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবর। জানা গেছে, সিআর সেভেন স্পেন ছেড়ে পাড়ি দিতে পারেন ইতালিতে। সাদা জার্সির বদলে তার গায়ে উঠতে চলেছে সাদা-কালো জার্সি। রিয়ালের সুপারস্টার চলে যেতে পারেন ইতালিয়ান দৈত্য জুভেন্টাসের দখলে। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে মিসর ছিটকে গেলেও দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহর কাছে প্রত্যাশা শেষ হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। গত মৌসুমে ৪৪ গোল করা সালাহকে আরও ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লিগের প্রথম সারির ক্লাবটি। ২০২৩ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন মিসরের এই ফরোয়ার্ড। শুধু খেলোয়াড়দের শিবিরে এই অদল-বদলের ঘটনা ঘটছে তা কিন্তু নয়, হোর্হে সাম্পাওলি দায়িত্ব ছেড়ে দিলে কিংবা তাকে বরখাস্ত করা হলে আর্জেন্টিনার কোচ কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন। সাম্পাওলির জায়গায় সিমিওনে, গ্যালার্দো ও গ্যারেচার নাম উচ্চারিত হচ্ছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্ডিওলার নামও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর