মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

টিকিট বিক্রি করে দিচ্ছেন ব্রাজিলিয়ানরা

টিকিট বিক্রি করে দিচ্ছেন ব্রাজিলিয়ানরা

বিশ্বকাপের শেষ চারের টিকিট পাওয়ার যুদ্ধ ছিল ব্রাজিলের জন্য যেমন উত্তেজনাকর, তেমনি তার ভক্তদের জন্যও। কিন্তু প্রত্যাশার জায়গা থেকে কেউ যেন সরে আসতে রাজি নয়। ব্রাজিল ফাইনালে উঠবে ধরে নিয়েই ভক্তরা টিকিট কেটেছিলেন। কিন্তু সে আশার গুড়ে বালি। অঘটনের বিশ্বকাপে সবই যেন সম্ভব। ব্রাজিলকে বিদায় নিতে হলো কোয়ার্টার ফাইনাল থেকে। তাই ভগ্ন হৃদয় নিয়ে এখন বাড়ি ফেরার চিন্তায় মগ্ন ভক্তরা। ফেরার যাত্রী এত বেশি যে, কাজান থেকে মস্কো আসার ৫টা বিমানের একটিতেও টিকিট নেই। হাজারে হাজারে আসা তিতের দেশের সমর্থকরা যেতে চাইছেন মস্কোয়। সঙ্গে থাকা টিকিট বিক্রি করার চিন্তাও তাদের কুরে কুরে খাচ্ছে। কিন্তু ক্রেতা কোথায়? তবে আসতে শুরু করেছেন কিছু ইংল্যান্ড সমর্থক। তা ছাড়া এখানে আসা হ্যারি কেইনের দেশের সমর্থকরাও বিমানের টিকিট বদলে ফাইনালের টিকিট কিনছেন। মস্কো বিমানবন্দরের বাইরে অনেক ব্রাজিলিয়ান সমর্থককে দেখা গেছে টিকিট হাতে দাঁড়িয়ে ক্রেতা খুঁজছেন। মস্কোভা নদীর পাশে বড় একটি বিয়ার পাবের সামনেও টিকিট বিক্রি না হওয়ায় উদ্বেগে দাঁড়িয়ে থাকা স্বল্প বসনা সাম্বা সুন্দরীদের দেখা গেছে। তাদের গালে আর বুকে এখনো লেগে আছে হলুদ-সবুজ ব্রাজিল পতাকার রং। চোখের জলেও সেগুলো ধুয়ে যায়নি এখনো। ওদের হাতেও তো লুঝনিকি স্টেডিয়ামে ঢোকার টিকিট। পাব থেকে কোনো ইংল্যান্ড বা ফ্রান্স অথবা বেলজিয়াম সমর্থক বেরোলেই টিকিটগুলো নিয়ে গিয়ে ওরা জানতে চাইছে কিনবেন কিনা। বিক্রি হয়ে গেলেই ধরবেন রিয়োর বিমান। তাদের উত্তেজনার চেয়ে যেন কোনো অংশে কম যাচ্ছেন না হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে বা এডেন অ্যাজারদের মতো শেষ পর্বে টাইব্রেকার মারার নায়কেরা।

সর্বশেষ খবর