শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অ্যাকশন হিরো থেকে রেফারি

অ্যাকশন হিরো থেকে রেফারি

নাম নেস্তর ফাবিয়ান পিতানা। আর্জেন্টাইন এ রেফারি মাঠ মাতাচ্ছেন রাশিয়া বিশ্বকাপে। রেফারি হিসেবে নিজের সিদ্ধান্তে স্বচ্ছতার পরিচয় আগেই দিয়েছেন। এবার পিতানার আরও একটি পরিচয় বের হয়ে এলো। এখন ফুটবলের রেফারি হিসেবে কাজ করলেও একদা ছিলেন অভিনেতা।

৪২ বছর বয়সী পিতানা রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারির দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৪ বিশ্বকাপেও দায়িত্বে ছিলেন তিনি। এটা তার দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করতে থাকা পিতানা এখন পর্যন্ত লিগা আর্জেন্টিনা, কোপা সুদামেরিকানা, কোপা লিবার্তাদোরেস, কোপা আমেরিকা, অলিম্পিক গেমস, কনফেডারেশন্স কাপে রেফারির দায়িত্ব পালন করেন। 

এখন পর্যন্ত ৩৪২ ম্যাচ পরিচালনা করতে গিয়ে ৪৫ জন খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন পিতানা। শোনা যাচ্ছে, রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। রেফারির আগে অভিনয়ে ক্যারিয়ার খুঁজতে থাকা নেস্তর পিতানা ১৯৯৭ সালে অ্যাকশনভিত্তিক চলচ্চিত্র ‘দ্য ফিউরি’তে অভিনয় করেছেন। সেখানে জেলারের চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়-রেফারির পাশাপাশি পিতানা একজন শিক্ষকও। আর্জেন্টিনার একটি স্কুলে শারীরিক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সর্বশেষ খবর