শনিবার, ১৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সেই ফটোগ্রাফারও চান বিশ্বকাপ জিতুক ক্রোয়েশিয়া

সেই ফটোগ্রাফারও চান বিশ্বকাপ জিতুক ক্রোয়েশিয়া

লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচের ছবি তুলছিলেন মেক্সিকোর চিত্রসাংবাদিক ইউরি কোর্তেজ। দাঁড়িয়ে ছিলেন গোলবারের কাছেই। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে মারিও মাঞ্জুকিচ গোল দেওয়ার পরে আনন্দে দিশাহারা হয়ে ছুটে যান ইউরির দিকে। একসঙ্গে চার-পাঁচজন ফুটবলারকে তাঁর দিকে ছুটে আসতে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন ইউরি কোর্তেজ। ইউরি বলছেন, ‘ফুটবলাররা আমার দিকে ছুটে আসছেন দেখে আমি তাড়াতাড়ি ক্যামেরার লেন্স বদলানোর চেষ্টা করছিলাম। উদ্দেশ্য ছিল যদি কাছের থেকে তাদের ভালো ছবি তোলা যায়। কিন্তু তারা আমাকে সে সুযোগই দেননি। আমার এত কাছে এসেও তারা গতি কমাচ্ছেন না দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারা এসে আনন্দে আমার ওপরে ঝাঁপিয়ে পড়েন।’ মডরিচ-মাঞ্জুকিচদের উৎসবে ইউরি মাটিতে পড়ে যান। সেই অবস্থাতেও ছবি তুলতে থাকেন এই চিত্রসাংবাদিক। তবে মাথায় ঘুরছিল ক্যামেরার কোনো ক্ষতি হবে না তো। ইউরি জানিয়েছেন, ‘ক্রোয়েশিয়ার লড়াকু ফুটবল গোটা পৃথিবীর সমীহ আদায় করে নিয়েছে। তারা চ্যাম্পিয়ন হলে আমিও আনন্দ পাব।’

সর্বশেষ খবর