বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিপজ্জনক পথচলা

বিপজ্জনক পথচলা

চলন্ত গাড়ির সামনে দৌড়ে রাস্তা পারাপারের দৃশ্য সবারই পরিচিত। যেন তাদের জীবনের পরোয়া নেই। পথচারীদের এমন অসচেতনতায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। বাংলামোটরের ব্যস্ত সড়কে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই রাস্তা পার হচ্ছেন পথচারীরা।

চালক, যাত্রীদের একটু সচেতনতা কমিয়ে আনতে পারে সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং করা, যেখানে-সেখানে যাত্রী উঠানো-নামানো থেমে নেই। পথচারীরাও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। চালককে দেখা যায় মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাতে। পথচারীও কানে হেডফোন গুঁজে হুঁশ হারিয়ে পথ চলেন। কেউই মানতে চায় না ট্রাফিক আইন। গত ১৫ দিনে রাজধানী থেকে এমনই কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন— রোহেত রাজীব ও জয়ীতা রায়। ক্যাপশন লিখেছেন—তানভীর আহমেদ।


 

মোবাইল কানে হুঁশ নেই পথচারীর। রেলগাড়ির বিকট হর্নও কানে যায় না তার। রেলক্রসিং পার হওয়ার সময় কানে মোবাইল, হেডফোন থাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারানোর খবর প্রায়ই শোনা যায়।


 

দুর্ঘটনা হলে হোক তবু ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা অনেকের। নিউমার্কেটে ফুটওভার ব্রিজের নিচে, দুই রাস্তার মাঝে থাকা লোহার গ্রিল ভেঙে পার হচ্ছেন পথচারীরা। তাদের পাশ দিয়েই ছুটে যাচ্ছে দ্রুতগতির বাস।


 

শাহবাগে এক চালককে দেখা গেল মোবাইল কানে বাস চালাচ্ছেন।  মোটরসাইকেল চালকদেরও দেখা যায় হেলমেটের ভিতর মোবাইল গুঁজে, কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছেন।


 

কানে হেডফোন লাগিয়ে, হাতের ইশারায় রাস্তা পার হওয়ার এই দৃশ্য সবারই চোখে পড়বে। জীবন বাজি রেখে রাস্তা পার হতে রাজি তবু ফুটওভার ব্রিজ কিংবা জেব্রা ক্রসিং ব্যবহারে নারাজ অনেকেই।


 

রাস্তার দুই পাশ থেকেই দ্রুত গতিতে বাস আসছে। এখান দিয়ে রাস্তা পার হওয়ার কথা না পথচারীর। তবু হানিফ ফ্লাইওভারের ওপর জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রাস্তা পার হতে দেখা যায় পথচারীদের।


 

হানিফ ফ্লাইওভারের ওপর বিপজ্জনকভাবে যাত্রী ওঠানামা করা হয়। সাধারণ যাত্রীদের পাশাপাশি শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে ওঠেন। এতে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।


 

ওভারটেক করতে গিয়ে দুই বাসের রেষারেষি নিত্যদিনের ঘটনা। বাসের গ্লাস ভেঙে পড়ে যাত্রীর ওপর। রং-ছাল উঠে আসে দুই বাসের। তবু থেমে নেই এমন রেষারেষি।


 

গুলিস্তান ছাড়াও রাজধানীর বহু সড়কে এমনই ভাঙাচোরা, ফিটনেসবিহীন লেগুনা, গাড়ি দিব্যি চলাচল করে।


 

গণপরিবহন সংকট আর বিশৃঙ্খলায় নাকাল যাত্রীরা। নির্দিষ্ট বাসস্টপেজ ছাড়াই যেখানে-সেখানে, এমনকি রাস্তার মাঝেও যাত্রী ওঠানামা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর