বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইচ্ছাশক্তির কাছে হার মানল প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক

ইচ্ছাশক্তির কাছে হার মানল প্রতিবন্ধকতা

শিক্ষার্থীদের অধিকার আদায়ে আসন্ন ডাকসু নির্বাচনে লড়ছেন শারীরিক প্রতিবন্ধী তিন শিক্ষার্থী। যোশীয় সাংমা চিবল, আমজাদ হোসেন ও মো. রুবেল মিয়া আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন। ছাত্রলীগের প্যানেলে চিবল, বামজোটের প্যানেলে আমজাদ আর রুবেল লড়ছেন স্বতন্ত্রভাবে। জীবনযুদ্ধে হুইল চেয়ারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ছাত্র চিবলের নিত্যসঙ্গী। এবার তিনি ডাকসু নির্বাচনে লড়ছেন সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেলে সদস্য পদে। মনোনয়নের পর থেকেই শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, কথা বলছেন, বাড়িয়ে দিচ্ছেন বন্ধুত্বের হাত। চিবল সাংমা বলেন, প্রতিবন্ধীদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একজন প্রতিবন্ধী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। প্রশাসনিক ভবনে কোনো লিফট নেই। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের এসব সমস্যা নিরসনে কাজ করব। মুহসীন হলে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী আমজাদ হোসেন প্রগতিশীল ছাত্রজোটের প্যানেলে সদস্য পদে লড়ছেন। প্রত্যেকটি বিভাগ, একাডেমিক ভবন, ছাত্র হল, বিশ্ববিদ্যালয়ের বাসে প্রচার চালাচ্ছেন আমজাদ। তিনি বলেন ‘ভালো লাগছে এটা ভেবে যে প্রতিবন্ধী মানুষের রাজনীতিতে অংশগ্রহণ কম। এটির মাধ্যমে আমি প্রতিবন্ধীদের জন্য কাজ করতে পারব।’ তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ে আসার পর দেখেছি সাধারণ ছাত্রদের ওপর ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর নির্যাতন নিপীড়ন। বিশ্ববিদ্যালয়ের নানা অসঙ্গতিও আমাকে ভাবাতো। শিক্ষার পরিবেশ উন্নয়নে আমি কাজ করতে চাই। স্বতন্ত্র প্রার্থী মো. রুবেল মিয়া বলেন, ‘প্রতিবন্ধীদের ক্ষেত্রে হলসহ ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে। ক্যাম্পাসের রাস্তাগুলোও আমাদের চলাফেরার জন্য কোনোভাবেই উপযোগী নয়। পরীক্ষার ক্ষেত্রে শ্রুতি লেখকের সমস্যা আছে। ব্রেইল না থাকায় রেকর্ড শুনে পড়তে হয়। নির্বাচিত হলে শিক্ষাঙ্গনের এসব অসঙ্গতি দূর করার চেষ্টা করব।

সর্বশেষ খবর