সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ডাকসু নির্বাচন : বিশেষ আয়োজন

ছাত্রলীগের নিয়ন্ত্রণে সুষ্ঠু ভোটের সম্ভাবনা কম : আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের নিয়ন্ত্রণে সুষ্ঠু ভোটের সম্ভাবনা কম : আমান উল্লাহ আমান

ডাকসুতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ও তাদেরই মদদপুষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাই সুষ্ঠু ভোট হওয়ার সম্ভাবনা খুবই কম। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিন্তু আমি আশঙ্কা করছি, অতীতের সেই গৌরবময় ইতিহাসকে পাশ কাটিয়ে ডাকসু নির্বাচনে গণতন্ত্রের কবর রচিত হবে। আমান উল্লাহ আমান বলেন, ’৮৯-৯০-এর প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয়। ক্যাম্পাসে আগের মতো এখন আর সহাবস্থান নেই। হলগুলোর পুরো নিয়ন্ত্রণে ছাত্রলীগ। তাই আমি আশঙ্কা করতেই পারি, হলে সুষ্ঠু ভোটের সম্ভাবনা খুবই কম। ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ যে ধারাবাহিকতায় ভোট হয়েছে, একই ধারাবাহিকতায় ডাকসু ভোট হতে পারে।

সর্বশেষ খবর