বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে হতাহতদের পরিবারে কান্না থামছে না। বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে শিশু। সন্তান হারিয়ে দিশাহারা বাবা-মা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি অনেক পরিবার। হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা, আশঙ্কা অঙ্গহানির। নিম্ন আয়ের লোকজন হিমশিম খাচ্ছেন পরিবার-স্বজনদের চিকিৎসা চালিয়ে নিতে। বুকের ওপর কষ্টের পাহাড়, শুধু আহাজারি হতাহতের পরিবারে।
► দুপুরে মাকে বলল, নিরাপদ স্থানে চলে যাচ্ছি, রাতে মৃত্যুর খবর
► বাবার কোলে বুলেটবিদ্ধ ছয় বছরের শিশু
► ছেলের কবরের দিকে তাকিয়ে দিন কাটছে বাবার
► আন্দোলন সফল হয়েছে, কিন্তু আমার বুকের মানিক হারিয়ে গেছে
► বুকে গুলি খেয়ে লুটিয়ে পড়ে শিশু তামিম